চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ শেষটা ভালো হয়নি বাংলাদেশ দলের। সুপার এইটের শেষ ম্যাচে গত ২৫ জুন আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে নিতে হতো বাংলাদেশের কিন্তু ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানে জয় পায় আফগানরা। এই হারের মধ্য দিয়ে সুপার এইটের তিনটি ম্যাচেই হেরে বিশ্বকাপ মিশন শেষে গত শুক্রবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
এরই পেক্ষিতে, দেশে ফিরে ভক্ত-সমর্থকদের হামলার শিকার বাংলাদেশ ক্রিকেট দল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিও ইতিমধ্যে প্রায় ৩৭ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিওটিতে এখন পর্যন্ত প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া এসেছে। ভিডিওটি সাড়ে ৫ হাজারেরও বেশি বার শেয়ার করা হয়েছে এবং এতে সাড়ে ৪ হাজারেরও বেশি মন্তব্য করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফেসবুকে একটি ভিডিও প্রায় ২৬ হাজর রিঅ্যাক্ট এবং ২ হাজার ৫০০ জন শেয়ার করছে। এছাড়াও, ভিডিওটিতে ১ হাজার ৯০০ টি মন্তব্য পড়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে তিনটি ম্যাচেই হেরে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল ভক্ত-সমর্থকদের হামলার শিকার হয়নি বরং ২০১৮ সালের ড. কামাল হোসেনের গাড়ি বহরে হামলার ছবি ও ২০২২ সালের হরতালে মাইক্রোবাস ভাঙচুরের ভিডিওকে অধিক ভিউ পাওয়ার আশায় আলোচিত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিওতে ‘BD News Point’ লেখা যুক্ত একটি লোগো দেখতে পাওয়া যায় এবং, ভিডিওতে শুরুতে উত্তেজিত জনতাকে একটি গাড়িতে হামলার চেষ্টা করতে দেখা যায় এবং একজন পুলিশ তাদেরকে আটকানের চেষ্টা করছেন এমন একটি ভিডিও ক্লিপ দেখিয়ে একজন উপাস্থাপক বলেন, “কাজটা কি ঠিক হলো? সাকিব মাহমুদউল্লাহরা দেশে ফেরার সাথে সাথে মারতে ছুটে গেলেন একদল ভক্ত-সমর্থক। মূহুর্তেই ভাইরাল ভিডিও।
এছাড়াও ভিডিওর বিস্তারিত অংশে বলা হয়, ‘সেমিফাইনালে খেলার সবচেয়ে ভালো সুযোগ হাতছাড়া করে দেশে ফিরে আসেন বাংলাদেশ ক্রিকেট দল। আর দেশে ফিরেই যেন কঠিন বিপদের সম্মুখীন হয় সাকিব মাহমুদউল্লাহরা। কেননা এবারের বিশ্বকাপে পুরোপুরিভাবেই ব্যর্থ ছিলো ব্যাটসম্যানরা। এছাড়াও, শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষের এমন হার মেনে নিতে পারছেনা ভক্ত-সমর্থকেরা। আর তাই ক্রিকেটাররা দেশে ফেরার সাথে সাথেই তাদের মারেতে চলে যান ভক্ত সমর্থকেরা যে ভিডিওটা মূহুর্তেই ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়।’
দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওত শুরুতে দেখানো ভিডিও থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’ এর ইউটিউব চ্যানেল ‘Dhaka Post’-এ ২০২২ সালের ২৫ আগস্ট ‘মাইক্রোবাস ভাঙচুর করলেন হরতাল সমর্থকরা’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওটির ৩০ সেকেন্ড থেকে ৩৩ সেকেন্ড অংশটুকু আলোচিত ভিডিওর সাথে হুবহু মিল পাওয়া যায়।

এছাড়াও, ভিডিওতে গাড়ি হামলার একটি স্থির চিত্র দেখানো হয় যা রিভার্স ইমেজ সার্চ করে ‘The daily Star’ এর ওয়েবসাইটে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর ‘Motorcade of Dr Kamal attacked’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ইন্টারনেটে গত ২৭ জুন থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু মূলধারার গণমাধ্যম থেকে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরে গত শুক্রবার (২৮ জুন) সকালে। (১,২,৩)
মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে হারায় বিশ্বকাপ মিশন শেষে হয় বাংলাদেশের। এরই পেক্ষিতে, ‘বিমান থেকে নেমে ভক্তদের পিটুনি দৌড়ে পলালো সাকিবরা! ক্ষেপেছে ভক্তরা দেশে আসতেই লিটন শন্তদের ধোলাই’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালের ড. কামাল হোসেনের গাড়ি বহরে হামলার ছবি ও ২০২২ সালের হরতালে মাইক্রোবাস ভাঙচুরের ভিডিওকে আলোচিত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, বিশ্বকাপ শেষে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল ভক্ত-সমর্থকদের হামলার শিকার হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Post: মাইক্রোবাস ভাঙচুর করলেন হরতাল সমর্থকরা
- The daily Star: Motorcade of Dr Kamal attacked
- The daily Star: EC indifferent to attacks on opposition candidates: TIB
- যুগান্তর: বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল
- Channel24: দেশে ফিরে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন তাসকিন
- Ntv online: হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ
- Rumor Scanner’s Own Analysis