সম্প্রতি ‘ব্লগার আসাদ নূরকে গণধোলাই’ দেওয়া হচ্ছে শীর্ষক দাবিতে একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিওয়ের আর্কাইভ দেখুন ভিডিও (১), ভিডিও (২), ভিডিও (৩)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গণধোলাই দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটিতে থাকা ব্যক্তিটি আসাদ নূর নয় বরং ঐ ব্যক্তির নাম আকাশ লেনিন, যিনি টিকটকে বিভিন্ন কন্টেন্ট নির্মাণ করে থাকেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে Akash Lenin নামে একটি অ্যাকাউন্টে গত ৩০ জুলাই ‘গণধোলাই #Roshovonggo #akashlelin #lelin #viral (আর্কাইভ)’ শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটির সূত্রে সেখানে থাকা ব্যক্তিটি ব্লগার আসাদ নূর কি না তা নিয়ে অনুসন্ধানে Akash Lenin নামের অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম।
বিশ্লেষণে দেখা যায়, এই অ্যাকাউন্টটিতে একই ব্যক্তির আরো একাধিক ভিডিও রয়েছে এবং উক্ত ব্যক্তি অ্যাকাউন্টটির বিস্তারিত বিবরণীতে নিজেকে আকাশ লেনিন, একজন ফিল্মমেকার বা চলচ্চিত্র নির্মাতা এবং মুসলিম হিসেবে পরিচয় দিয়েছেন।
অনুসন্ধানে এই ভিডিওগুলোর একটির মধ্যে একটি কমেন্ট খুঁজে পাওয়া যায়। যেখানে Helo JUN2 নামের একটি অ্যাকাউন্ট থেকে করা একটি মন্তব্যের বিপরীতে Akash Lenin জানান, তিনি আসাদ নূর না এবং তিনি বাংলাদেশেই থাকেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও অধিকতর অনুসন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আকাশ লেনিনের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নেওয়া একটি ছবির সাথে ব্লগার আসাদ নূরের ছবি তুলনামূলক বিশ্লেষণ করেও কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
একইসাথে রিউমর স্ক্যানার টিম আকাশ লেনিনের সাথেও যোগাযোগ করে। তিনি রিউমর স্ক্যানারকে জানান, এটি তার নিজের বানানো এবং এটি একটি ফানি ভিডিও কন্টেন্ট ছিল। পাশাপাশি তিনি রিউমর স্ক্যানার টিমের সাথে ৭ মিনিট ২৬ সেকেন্ডের পুরো ভিডিওটিও শেয়ার করেন।
রসভঙ্গ নামের একটি ফেসবুক পেইজে ৮ আগস্ট ‘পাতিনেতা’ শীর্ষক শিরোনামে প্রচারিত এই ভিডিওটির বিস্তারিত বিবরণীতে বলা হয়, ‘এই ভিডিওটা থেকে একটা দৃশ্য নিয়ে আমরা আমাদের Tiktok এবং আমাদের ফেইসবুক পেজে পোস্ট করেছিলাম। সবাই এখন থেকে নিয়ে ফেইসবুক পোস্ট করছে এবং সবাই আমাদের ভাবছে আমরা Asad Noor’s Vlog। আপনারা সবাই ভুল ভাবছেন এবং আমাদের কমেন্ট এবং ইনবক্স অনেক আজেবাজে গালি দিচ্ছেন । সবার কাছে অনুরোধ থাকলো আমাদের কেউ গালি দিয়েন না। আসাদ নূরের এইটা হওয়ার ১ সপ্তাহ আগে আমরা এই ভিডিও পোস্ট করেছিলাম। আমরা আসাদ নূর এর জন্য এই ভিডিওটি বানাইনি। আপনারা সবাই আগে একটু যাচাই করে বিচার করুন।’
এছাড়া উক্ত বিষয়টি নিয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠে ৮ আগস্ট ‘ব্লগার আসাদ নুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ব্লগার আসাদ নুরকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালিয়েছে বরগুনার আমতলী থানা পুলিশ। কিন্তু আসাদ নুর পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
প্রতিবেদনটি থেকে তার পরিবারের সূত্রে আরও জানা যায়, আসাদ নূর ২০১৭ সালে বাড়ি ছেড়ে গিয়ে তারপর থেকে পরিবারের সঙ্গে তিনি কোনো যোগযোগ রাখেন না।
পাশাপাশি প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ধর্মীয় ও সর্ম্পকাতর বক্তব্যের ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে আপলোড করার অভিযোগে আসাদ নূরের বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সালে সাইবার ট্রাইবুনালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় এবং ঢাকায় পৃথক দুটি মামলা হয়। ওই মামলা দুটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তবে গত তিন বছরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়া সম্প্রতি গত ৪ আগস্ট ‘আসাদ নুর ব্লগ’ থেকে আবারও ধর্মীয় ও স্পর্শকাতর কটূক্তি করে ভিডিও প্রচার করার প্রেক্ষিতে আসাদ নুরকে গ্রেপ্তার করতে সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।
এছাড়া অন্য কোনো গণমাধ্যম সূত্রেও ব্লগার আসাদ নূরকে মারধরের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, গত ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘মাওলানা তারেক মনোয়ার সহ মোল্লা মুন্সীর চাপাবাজি দেখুন’ শীর্ষক একটি ভিডিও প্রচার করেন ব্লগার আসাদ নূর। তার এই ভিডিও’র প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় যে, গণধোলাইয়ের শিকার হয়েছেন আসাদ নূর। তবে অনুসন্ধানে দেখা যায়, উক্ত ভিডিওতে থাকা ব্যক্তিটি আসাদ নূর নয় বরং এটি আকাশ লেনিন নামে একজন ফিল্ম মেকার বা চলচ্চিত্র নির্মাতার টিকটক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত, যেই ভিডিওটি আকাশ লেনিন নিজেই প্রচার করা করেছিলেন।
সুতরাং, ব্লগার আসাদ নূর গণধোলাইয়ের শিকার হয়েছেন দাবি করে ভিডিও কনটেন্ট নির্মাতা আকাশ লেনিন এর তৈরী একটি শর্ট ফিল্ম এর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Akash Lenin_Tiktok: গণধোলাই #Roshovonggo #akashlelin #lelin #vira (আর্কাইভ)’
- Akash Lenin: Akash Lenin
- Daily kaler Kantho: ব্লগার আসাদ নুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান
- Roshvongho: পাতিনেতা
- statement of Akash Lenin
- Rumor Scanner Own Analysis