নাসা কর্তৃক মহাকাশচারীদের হস্তমৈথুন নিষিদ্ধ করার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “মহাকাশচারীদের হস্তমৈথুন নিষিদ্ধ করলেন নাসার বিজ্ঞানীরা! কারণ একজন মহাকাশচারীর মহাকাশে হস্তমৈথুনে একই সময়ে তিনজন মহিলা মহাকাশচারী গর্ভবতী হতে পারেন!” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাসার কোন বিজ্ঞানী মহাকাশে হস্তমৈথুন করা নিয়ে সতর্ক করেননি কিংবা নিষিদ্ধ বলেন নি বরং এই তথ্যটি একটি অনুষ্ঠানে একজন কৌতুক অভিনেতার রসিকতা করার সময়ের বলা বক্তব্য, যা নাসার প্রকৌশলীর বক্তব্য হিসেবে নিয়ে ভুলভাবে প্রচারিত হয়েছে। 

কি-ওয়ার্ড সার্চ করার মাধ্যমে বিখ্যাত ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান Snopes এর ওয়েবসাইটে গত ২২ জুলাই “Did NASA Warn Astronauts Not to Masturbate in Space?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে স্নোপস দাবিটি মিথ্যা হিসেবে চিহ্নিত করে।

অনুসন্ধানে দেখা যায়, Conan O’Brien নামের এক কৌতুক অভিনেতার উপস্থাপনায় অনুষ্ঠিত একটি পডকাস্ট অনুষ্ঠান থেকে এই গুজবের সূত্রপাত ঘটে। মার্কিন কমেডিয়ান ও সঞ্চালক কোনান ও’ব্রায়েন এর সঞ্চালনায় গত ২১ জুলাই পডকাস্টটি অনুষ্ঠিত হয়।

Conan O’Brien Needs a friend নামের এই পডকাস্ট অনুষ্ঠানের Space Porn শীর্ষক এপিসোডে স্মিথ মুলিকান নামের নাসার এক ঠিকাদার প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে কোনান এর সাথে কো-হোস্ট হিসেবে ছিলেন Sona Movsesian ও Matt Gourley।

কথোপকথনের এক পর্যায়ে কো-হোস্ট ম্যাট গৌরলি রসিকতা করে বলেছিলেন যে, একজন মহাকাশচারী যদি মহাকাশে হস্তমৈথুন করেন তবে একই সময়ে তিনজন মহিলা মহাকাশচারী গর্ভবতী হতে পারেন। রসিকতা করে বলা কৌতুক অভিনেতার এই বক্তব্যটি উপস্থিত থাকা নাসার প্রকৌশলীর বক্তব্য হিসেবে নিয়ে মহাকাশচারীদের হস্তমৈথুন নিষিদ্ধ করলেন নাসা শীর্ষক দাবিতে কিছু সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে। যেমন নিউইয়র্ক পোস্ট বিষয়টি নিয়ে ভুল সংবাদ পরিবেশন করে।

পরবর্তীতে মহাকাশচারীদের জন্য হস্তমৈথুন নিষিদ্ধ শীর্ষক এই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং কলকাতার অনলাইন পোর্টাল TV9 Bangla তে বিষয়টি নিয়ে ভুল সংবাদ প্রকাশের পর তথ্যটি বাংলাদেশেও ছড়িয়ে পড়ে।

সংবাদগুলো তে দাবি করা হয়, NASA-র বিজ্ঞানীরা সম্প্রতি মহাকাশে হস্তমৈথুন করার বিরুদ্ধে সতর্কতা জারি করেছেন। কারণ ভাসমান শুক্রাণু থেকে তিনজন মহিলা মহাকাশচারীর গর্ভসঞ্চার হতে পারে।

তবে নাসা মহাকাশচারীদের জন্য এমন কোনও সতর্কতা জারি করেনি। মূলত Space Porn শীর্ষক সেই পডাকাস্টের কৌতুকের উপর ভিত্তি করেই এই গুজবটি ছড়িয়ে পড়েছে।

কথোপকথনের এক সময় সঞ্চালক কোনান ও’ব্রায়েন নাসার প্রকৌশলী স্মিথ মুলিকানকে জিজ্ঞাসা করেছিলেন যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কী ধরণের আইটেম পাঠানো যেতে পারে। সঞ্চালকরা তখন মহাকাশে পাঠানো যেতে পারে এমন অদ্ভুত বিষয়গুলি সম্পর্কে কথা বলছিলেন। তখন সহ-সঞ্চালক মোভসেসিয়ান জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কখনও মহাকাশে পর্ন পাঠাতেন কিনা। তখন মুলিকান না জবাব দেয় এবং বলে এগুলি একটাও না।

মুলিকানের উত্তরের পরও সঞ্চালকরা মহাকাশে পর্ণ এবং হস্তমৈথুন নিয়ে রসিকতা করতে থাকেন। এক পর্যায়ে ম্যাট গৌরলি, যিনি একজন কৌতুক অভিনেতা (নাসার বিজ্ঞানী নন) তিনি রসিকতা করে বলেন যে, একজন মহাকাশচারী যদি মহাকাশে হস্তমৈথুন করেন তবে একই সময়ে তিনজন মহিলা মহাকাশচারী গর্ভবতী হতে পারেন। মূলত এটি বলার কারণেই এই গুজবের উৎপত্তি ঘটে। কৌতুক অভিনেতার এই বক্তব্য উপস্থিত নাসার প্রকৌশলীর কথা হিসেবে নেয়ার ফলে গুজবটির সূত্রপাত ঘটে। এই বক্তব্যটি নাসার প্রকৌশলীর নয়। এটি কেবল তিন কৌতুক অভিনেতা ও সঞ্চালকের মজার ছলে বলা কথা। কারণ অনুষ্ঠানটির নামই স্পেস পর্ণ এবং এখানে তারা নানান রসিকতা করেন। এমনকি ম্যাট গৌরলি এবং অন্য সঞ্চালকের আলোচনার এই অংশে সেখানে উপস্থিত নাসার ঠিকাদার সংস্থায় কাজ করা প্রকৌশলী স্মিথ মুলিকান নীরব ছিলো, এই রসিকতায় সক্রিয় ছিলেন না। এটি ছিল কেবল তিন কৌতুক অভিনেতা ও উপস্থাপকের মজা করে করা সংক্ষিপ্ত মতবিনিময়। 

তিন কৌতুকের সেই কথোপকথন ছিলো –

CONAN: Were someone to be watching space porn on the space station, how does that work?

GOURLEY: Three female astronauts can be impregnated by the same man from the same session.

CONAN: Because the semen flies around?

GOURLEY: Uh-huh. And finds its way.

MOVESIAN: And the women are all naked?GOURLEY: Well it’s space porn.

মূলত, NASA নাসার কোন বিজ্ঞানী মহাকাশে হস্তমৈথুন করা নিয়ে সতর্ক করেননি এবং এই সংবাদটি কেবল একজন কৌতুক অভিনেতার  রসিকতার উপর ভিত্তি করে তৈরি। উক্ত এপিসোডের কৌতুক অভিনেতার বলা এই বক্তব্যকে নাসা বিজ্ঞানীর বক্তব্য হিসেবে নেয়ায় এই গুজবের সূত্রপাত ঘটে।

মহাকাশে হস্তমৈথুন করা যায়?

নাসা এই বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছু বলেনি। তবে মহাকাশে হস্তমৈথুন সম্ভবত নিরাপদ এবং সম্ভব হতে পারে। কারণ মহাকাশচারী মাইকেল কলিন্স তাঁর ১৯৮৯ সালে প্রকাশিত বই ‘লিফটফ’-এ এই বিষয়ে লিখেছিলেন যেখান থেকে এই ধারণা পাওয়া যায়, তিনি লিখেছেন, ‘আমাদের চিকিৎসক, মহাকাশে প্রোস্টেটে সমস্যা এড়ানোর জন্য হস্তমৈথুন করার সুপারিশ করেছিলেন।’

যদিও মহাকাশে যৌনতা এবং হস্তমৈথুনকে ঘিরে এখনও কিছু রহস্য রয়ে গেছে। তবে NASA গর্ভধারণের ভয়ে মহাকাশচারীদের হস্তমৈথুনের বিষয়ে কোনো সতর্কতা জারি করেছে এমন কোন তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, “মহাকাশচারীদের হস্তমৈথুন নিষিদ্ধ করলেন নাসার বিজ্ঞানীরা! কারণ একজন মহাকাশচারীর মহাকাশে হস্তমৈথুনে একই সময়ে তিনজন মহিলা মহাকাশচারী গর্ভবতী হতে পারেন” শীর্ষক দাবিটি রসিকতা করে বলা এক কৌতুক অভিনেতার বক্তব্য। যা উপস্থিত থাকা নাসার প্রকৌশলীর বক্তব্য হিসেবে নিয়ে অনেকে মহাকাশচারীদের হস্তমৈথুন নিষিদ্ধ করলেন নাসা শীর্ষক দাবিতে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  1. Snopes Factcheck 
  2. Space Porn Podcast Audio
  3. Michael Collin’s 1989 book “Liftoff

আরও পড়ুন

spot_img