পুরোনো ছবিতে কমেন্ট করায় বন্ধুকে পিটিয়ে জখম করার তথ্যটি ভুয়া

কয়েকদিন পরপরই ফেসবুকের পুরোনো পোস্টে মন্তব্য করার ট্রেন্ড শুরু হয়। গত কয়েকদিন যাবৎ এই ট্রেন্ডটি চলছে। 

এর প্রেক্ষিতে “ফেসবুকে পুরনো ছবিতে কমেন্ট করাকে কেন্দ্র করে বন্ধুকে পিটিয়ে জখম।” শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বন্ধুকে পিটিয়ে

উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যমুনা টিভি ‘ফেসবুকে পুরনো ছবিতে কমেন্ট করাকে কেন্দ্র করে বন্ধুকে পিটিয়ে জখম’ শীর্ষক শিরোনামে বা তথ্যে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টেলিভিশনের ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডে থাকা লোগোর সূত্র ধরে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যালোচনা করে আলোচিত তথ্যে বা শিরোনামে প্রচারিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া যমুনা টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে গতকাল (২৯ আগস্ট) যমুনা টিভির ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। 

উক্ত পোস্টে আলোচিত ফটোকার্ডটি যমুনা টিভি প্রচার করেনি উল্লেখ করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করা হয়।

এরপর, আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়।

Photocard Comparison By Rumor Scanner

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে  কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ‘ফেসবুকে পুরনো ছবিতে কমেন্ট করাকে কেন্দ্র করে বন্ধুকে পিটিয়ে জখম’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img