পদ্মাসেতু নিয়ে করা গানটি আসিফ আকবরের কণ্ঠে গাওয়া নয়

সম্প্রতি, “অবশেষে পদ্মা সেতুর রূপকারকে নিয়ে আসিফ আকবরের কণ্ঠে গান” শিরোনামে একটি মিউজিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে । 

আসিফ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানেএখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানে, এখানে, এখানেএখানে এবং এখানে। 

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে এবং এর আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পদ্মা সেতু নিয়ে গাওয়া উক্ত গানটি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাওয়া নয় বরং গানটি পরান আহসান নামের একজন কণ্ঠ শিল্পীর গাওয়া।

অনুসন্ধানে, আলোচিত গানের প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ আকবরের অফিশিয়াল ফেসবুক পেজে গত ১২ জুনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্তে পোস্ট আসিফ লিখেছেন,

“দেশের যে কোন কাজের অংশীদার হতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করি। আমাদের শিল্পীরা পদ্মাসেতু নিয়ে গাইছেন, একটা উৎসব উৎসব আমেজ বিরাজ করছে। আমি পদ্মা সেতু নিয়ে কোন গান গাইনি। গাইতে পারলে ভালও লাগতো, যদিও এখন গাইলে যথারীতি তৈলমর্দনের তালিকায় ঢুকে যাবে নাম। আমি কোনভাবেই তৈলাক্ত আইটেম নই।” 

গানটির প্রসঙ্গে ফেসবুক পোস্টে তিনি আরো লিখেন, “কোন এক ক্লোন গায়ক মান্না বাবু’র কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই- এই গানটি প্যারোডী করে গানের কথায় পদ্মা সেতুর নাম বসিয়ে দিয়েছে। গায়ক হিসেবে ব্যবহার করেছে আমার নাম। হিরোভক্ত দূর্ধর্ষ নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েছে, গত তিনদিন এই প্রশ্নে জীবনটা তামা তামা হয়ে গেল। সব সম্ভবের দেশ বাংলাদেশ। এতোদিন ফেসবুক মোবাইলে মানুষকে ধোঁকা দিয়ে আমার নাম ভাঙ্গিয়ে টাকাপয়সা হাতিয়ে নিতো। এখন ডিরেক্ট আমার কন্ঠই ক্লোন করে ফেললো, কোনদিন রাস্তায় নিজের আরেক চেহারাকে সালাম দিতে হবে সেই টেনশনে আছি। যারা জেনুইন শ্রোতা তারা আমার কন্ঠ চেনেন, ধন্যবাদ। “

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Poran Ahsan নামের একটি ফেসবুকে আইডিতে গত ১৩ জুনে “পদ্মা সেতুর গান নিয়ে কিছু কথা….” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত লাইভ ভিডিওটিতে পরান আহসান নিশ্চিত করেন যে পদ্মাসেতু নিয়ে গানটি তার কণ্ঠে গাওয়া। তিনি আরো জানান, কেউ কেউ তার গান অন্য গায়কের গান বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছে যা ঠিক নয়। গানটির কপিরাইট প্রসঙ্গে তিনি লাইভে বলেন, তার কিছু গানের কপিরাইট হয়েছে, কিছু গানের বাকি আছে। কেউ না বুঝে যদি গানটি অন্য গায়কের নামে ভাইরাল করে থাকে তাদেরকে বিষয়টি সংশোধনের জন্য তিনি আহ্বান জানান। আর যারা ইচ্ছেকৃত ভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করেছেন তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান।

আরো পড়ুনঃ উদ্বোধনের সময় সেতু ভেঙে পড়ার ঘটনাটি মেক্সিকোর, বাংলাদেশের নয়

পরবর্তীতে, পরান আহসানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তার গাওয়া একাধিক মিউজিক ভিডিও বিশ্লেষণ করা দেখা যায়, জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের কণ্ঠের সাথে পরান আহসানের কণ্ঠের বেশ মিল রয়েছে।

বিষয়টি নিশ্চিতের জন্য পরান আহসানের সাথে যোগাযোগ করা হলেও এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তিনি কোনো প্রতিক্রিয়া জানান নি।

মূলত, মেগা প্রকল্প পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ায় ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ গানের সুরের ন্যায় পদ্মা সেতু নিয়ে একটি গান করেন পরান আহসান। তবে পরানের গানের কণ্ঠ অনেকটা কণ্ঠশিল্পী আসিফ আকবরের মতো হওয়ায় উক্ত গানটি আসিফ আকবরের গাওয়া গান দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ২৫ জুনে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু (৬.১৫ কি.মি.) ‘পদ্মা সেতু’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেতু উদ্বোধনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির উদ্যোগে একটি গান নির্মিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোত, ঝিলিক, সাব্বির, আঁখি আলমগীর, কিশোর ও কোনাল।

সুতরাং, পদ্মা সেতু নিয়ে পরান আহসানের গাওয়া একটি গানকে আসিফ আকবারের গাওয়া গান দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img