শনিবার, সেপ্টেম্বর 23, 2023
spot_img

সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধারকাজের ছবিগুলো পুরোনো

সম্প্রতি, “সিলেটে বন্যার্তদের উদ্ধারের সময় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ডের দৃশ্য” দাবিতে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

সেনাবাহিনী

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। টুইটারে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ে সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকাজের সময়ে তোলা ছবি নয় বরং এগুলো ২০১৮ সালে মৌলভীবাজারে বন্যা দুর্গত মানুষদের সাহায্যের সময়ে ধারণকৃত ছবি। 

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, বাংলাদেশ সেনাবাহিনীর এর অফিশিয়াল ফেসবুক পেজে ২০১৮ সালের ১৯ জুনে “ঈদের ছুটি উপেক্ষা করে মৌলভিবাজারে বন্যা দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে কয়েকটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়।

পাশাপাশি, ‘Bangla Fact’ নামের একটি ফেসবুক পেজে ২০১৮ সালের ২০ জুনে “ঈদের ছুটি উপেক্ষা করে মৌলভীবাজারে বন্যা দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী” শীর্ষক শিরোনামে প্রকাশিত ফেসবুক পোস্টে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এর অনলাইন সংস্করণে ২০১৮ সালের ১৬ জুন ‘মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, পানির স্রোতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মৌলভীবাজারের বন্যা সম্পর্কিত তথ্য পাওয়া যায়।

মূলত, ২০১৮ সালের জুন মাসে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে বন্যার্তদের সার্বিক সহযোগিতা এবং উদ্ধারকাজে নিয়োজিত হয় বাংলাদেশ সেনাবাহিনী। সেই সময়ে সেনাবাহিনীর উদ্ধারকাজের সময়ে ধারণকৃত ছবিগুলো সাম্প্রতিক সময়ে সিলেটে বন্যা দুর্গত মানুষদের উদ্ধারকাজের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ সুনামগঞ্জের বন্যার দৃশ্য দাবিতে ইন্দোনেশিয়ার বন্যার ভিডিও প্রচার

তবে, আলোচিত পোস্টগুলোতে উক্ত দুইটি ছবি ব্যতীত উদ্ধারকাজের দৃশ্য দাবিতে ব্যবহৃত অন্য ছবিগুলোর প্রেক্ষাপট, স্থান, তারিখ সম্পর্কে নিশ্চিত তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি। কিন্তু আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তরের ওয়েবসাইটে সাম্প্রতিক সময়ে ‘সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সেনাবাহিনী মোতায়েন ও তাদের কার্যক্রম নিয়ে প্রকাশিত ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। 

Screenshot ISPR website

প্রসঙ্গত, ভারী বর্ষণ এবং উজানি ঢলের ফলে বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। যার ফলে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। ইতোমধ্যে সিলেটের বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করেছে। 

অর্থাৎ, ২০১৮ সালে মৌলভীবাজারে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যা দুর্গত মানুষদের সাহায্যের সময়ে ধারণকৃত ছবিগুলোকে সাম্প্রতিক সময়ে সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকাজের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  1. Bangladesh Army FB: https://www.facebook.com/bdarmy.army.mil.bd/posts/524912344572979 
  2. Bangla Fact FB: https://www.facebook.com/BanglaFactOfficial/posts/795988283932921 
  3. Prothom Alo: মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, পানির স্রোতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার | প্রথম আলো 
  4. ISPR: https://www.ispr.gov.bd/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/ 
  5. Prothom Alo: বন্যা: সিলেটে পানি বাড়ছে, আটকে পড়াদের উদ্ধারে নামছে নৌবাহিনীও | প্রথম আলো
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img