সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য “আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান” শীর্ষক মূলধারার গণমাধ্যম আরটিভির ফটোকার্ড সহ ভাঙচুর পরবর্তী সময়ের একাধিক স্থাপনার আরো দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, “যারা-ধানমন্ডি সহ কিছু ফেরাউনের অনুসারীর বাড়ি-ঘর ভাংচুর করে আগুন লাগিয়েছে,তাদেরকে উদ্দেশ্য করে সেনাপ্রধান বলেছে আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই,ভালোকথা কিন্তু সেনাপ্রধান হয়তো ভুলে গেছে,মাফিয়া হাসিনায় ২০১৩ সালে যৌথবাহিনি দিয়ে, সাতক্ষিরা জেলা সহ বেশ কিছু যায়গায় জামাতেইসলামের নেতাকর্মীদের বাড়ি-ঘর, বুলডোজার দিয়ে ভেঙে গুরিয়ে দিয়েছিল,তখন সেনাপ্রধান সহ যারা সুশীল গিরি দেখাচ্ছে তখন, মানবতার সুশীল গিরি কেথায় ছিল..! এখন ধানমন্ডি ৩২ সহ বেশ কিছু বাড়ি-ঘর ভাংচুর করে আগুন দিয়ে তাই অনেকের আবেগে উথলায় পরছে..!”
অর্থাৎ, দাবি করা হয়েছে যে “আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই” শীর্ষক মন্তব্যটি সেনাপ্রধান ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুরের প্রতিক্রিয়ায় করেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান” শীর্ষক মন্তব্যটি সেনাপ্রধান ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুরের প্রসঙ্গে করেননি বরং, গত ৮ ফেব্রুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর অনুষ্ঠানে খেলাধুলা প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে আরটিভির লোগো সম্বলিত উক্ত ফটোকার্ডের বিষয়ে অনুসন্ধান করলে আরটিভির ফেসবুক পেজে গত ৮ ফেব্রুয়ারি “একটি সুস্থ জাতি পেলে দেশের জন্য বড় কাজে দেবে….” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি পোস্টে উক্ত ফটোকার্ডটির সংযুক্তি পাওয়া যায়৷ উক্ত পোস্টটির মন্তব্য সেকশন পর্যবেক্ষণ করলে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনটির লিঙ্কের সংযুক্তিও পাওয়া যায়।
“আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান” শীর্ষক শিরোনামে গত ৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত উক্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, “আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি সুস্থ জাতি পেলে দেশের জন্য বড় কাজে দেবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার ১০ হাজার দৌড়বিদ এতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১০টি দেশের বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন। … মিলিটারি একাডেমিতে এখন ক্যাডেট নেই মন্তব্য করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আগে যেমন সুস্থতা ছিল, এখন সে রকম পাই না। এর অন্যতম কারণ হলো, আজ-কাল তরুণরা শারীরিক কার্যকলাপে খুব বেশি সচেতন না। আগের মতো খেলার মাঠ নেই, দৌড়ঝাঁপও কমে গেছে। খেলা-ধুলায় সুযোগ-সুবিধাও কম গেছে। এ জন্য আমরা উদ্যোগ নিয়েছি, ম্যারাথনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সংযুক্ত করবো।”
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আলোচিত মন্তব্যটি ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুর প্রসঙ্গে নয় বরং খেলাধুলা প্রসঙ্গে করেছিলেন।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুর প্রসঙ্গে সেনাপ্রধানের এরূপ কোনো প্রকাশ্য মন্তব্য করার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, খেলাধুলা প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের “আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান” শীর্ষক মন্তব্যটি সেনাপ্রধান ধানমন্ডি ৩২ নম্বর ভাঙচুর প্রসঙ্গে করেছেন শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।