শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী বলে কোনো মন্তব্য করেননি সেনাপ্রধান

সম্প্রতি, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ‘Dekho Khobor 24’ নামের একটি চ্যানেলে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির থাম্বনেইলে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা কে এখনো বৈধ প্রধানমন্ত্রী মনে করেন সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামান। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

একই ভিডিওটি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকেও প্রচার করা হয়েছে।  দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক  

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী দাবি করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান কোনো মন্তব্য করেননি বরং কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই চটকদার থাম্বনেইলে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির থাম্বনেইলে “শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী: একি বললো সেনাবাহিনী প্রধান”। শীর্ষক তথ্য প্রচার করা হলেও সেনাপ্রধানের এমন কোনো বক্তব্য ভিডিওতে নেই। মূলত ভিডিওতে কয়েক ভিন্ন ভিন্ন ঘটনায় গণমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদের স্ক্রিনশট দেখানো হয়েছে এবং সেগুলো পড়ে শোনানো হয়েছে। অর্থাৎ ইউটিউব ভিডিও তে ব্যাবহৃত থাম্বনেইল এর সাথে ভিডিওর কোন সম্পর্ক নেই।

উপরন্তু, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা দেশের কোনো মূলধারার সংবাদমাধ্যমে এই ধরনের কোনো তথ্য বা খবর পাওয়া যায়নি। 

জেনারেল ওয়াকার উজ জামান শেখ হাসিনার পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত একবারই বক্তব্য দিয়েছিলেন তা হচ্ছে গত ৫ আগস্ট।

সংবাদ সম্মেলনে তিনি সেদিন সাংবাদিকদের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেছিলেন। সেই অনুষ্ঠান দেশের সরকারি-বেসরকারি প্রায় সব টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। সে সময় সেনাপ্রধান বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দেশে একটা ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।’

সুতরাং, শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী বলে  সেনাপ্রধান মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img