সম্প্রতি, “ব্রেকিং নিউজঃ জাতীয় দলের তিন ফরমেটেই ডাক পাচ্ছেন এনামুল হক বিজয়” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে , এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে , এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাতীয় দলের তিন ফরমেটেই ক্রিকেটার এনামুল হক বিজয়ের ডাক পাওয়ার কোনো অফিশিয়াল তথ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ হতে জানানো হয়নি বরং সাম্প্রতিক সময়ে সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার গণমাধ্যমে দেওয়া একটি বক্তব্যকে আংশিক বিকৃত করে ভুঁইফোড় অনলাইন পোর্টালে উক্ত সংবাদ প্রকাশ করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় ক্রিড়া ভিত্তিক সংবাদমাধ্যম ‘bdcrictime’ এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০২২ সালের ৬ এপ্রিলে “সাইফউদ্দিন সেরা ডেথ বোলার, বিজয় জাতীয় দলে ফিরবে : মাশরাফি” শীর্ষক শিরোনামে সাংবাদিকদের সাথে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সাক্ষাৎকারের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, দেশীয় সংবাদমাধ্যম ‘দৈনিক যুগান্তর’ এর অনলাইন সংস্করণে গত ০৭ এপ্রিল “বিজয়-নাঈমকে জাতীয় দলে ফেরানো উচিত: মাশরাফি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, চলমান ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লীগকে কেন্দ্র করে সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দেন সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। উক্ত সাক্ষাৎকারের একটি অংশে মাশরাফি বলেন, “বিজয়কে যেকোনো ফরমেটেই দেখা যেতে পারে। সে অনেক ভালো রান করতেছে”। মাশরাফির উক্ত বক্তব্যটিকে আংশিক বিকৃত করে কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ করা হয় যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
Also Read: কাতার বিশ্বকাপে ৯০ মিনিটের পরিবর্তে ১০০ মিনিট খেলানোর দাবিটি মিথ্যা
সুতরাং, সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটার বিজয়কে নিয়ে সিনিয়র ক্রিকেটার মাশরাফির দেয়া বক্তব্যকে আংশিক বিকৃত করে “জাতীয় দলের তিন ফরমেটেই ডাক পাচ্ছেন এনামুল হক বিজয়” শীর্ষক শিরোনামে একটি সংবাদ ভূঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ব্রেকিং নিউজঃ জাতীয় দলের তিন ফরমেটেই ডাক পাচ্ছেন এনামুল হক বিজয়
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- BD Crictime: https://fb.watch/cemzl9DDo6/
- Jugantor: https://www.jugantor.com/sports/538933/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%88%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%89%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF