সম্প্রতি ‘শেখ হাসিনাকে নির্দোষ প্রমান করতে যত মিথ্যা বলা দরকার আমি বলবো’ শিরোনামে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের ছবি যুক্ত করে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইনজীবী আমির হোসেনকে উদ্ধৃত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে চ্যানেল টোয়েন্টিফোর এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং আমির হোসেনও এমন কোনো মন্তব্য করেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল টোয়েন্টিফোরের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের লোগো রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে চ্যানেল টোয়েন্টিফোরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল টোয়েন্টিফোরের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের চ্যানেল টোয়েন্টিফোরের লোগো এবং আইনজীবী আমির হোসেনের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, এই ফটোকার্ডটির ‘শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে। শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘শেখ হাসিনাকে নির্দোষ প্রমান করতে যত মিথ্যা বলা দরকার আমি বলবো’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।’ সম্পাদিত ফটোকার্ডে ‘শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন’ অংশটি অপরিবর্তিত রয়েছে। তাছাড়া, চ্যানেল টোয়েন্টিফোরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
মূল ফটোকার্ড সম্বলিত চ্যানেল টোয়েন্টিফোরের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জুলাই – আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া প্রতিবেদন থেকে তাকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গত ৭ জুলাই বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে এ আবেদন করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আন্দোলনকারীদের “রাজাকারের বাচ্চা” বলেননি। অপব্যখ্যা করা হয়েছে।’
চ্যানেল টোয়েন্টিফোর ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ‘শেখ হাসিনাকে নির্দোষ প্রমান করতে যত মিথ্যা বলা দরকার আমি বলবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে চ্যানেল টোয়েন্টিফোরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel 24 – Facebook Page
- Channel 24 – Website
- Channel 24 – YouTube
- Channel 24 – Facebook Post