সম্প্রতি বন্যার পানিতে ভাসমান অবস্থায় একজন ব্যক্তির ছবি ব্যবহার করে “পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে ব্যয় ৫ কোটিরও বেশি, সাঁতরে আসছেন অতিথিরা বন্যার্ত এলাকা থেকে” শিরোনামে একটি সংবাদের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। স্ক্রিনশটটিতে ‘আরটিভি নিউজ’ শব্দদ্বয় দেখা যায় যা দাবি করে সংবাদটি মূলধারার গণমাধ্যম আরটিভিতে প্রকাশিত হয়েছিল।
উক্ত সংবাদ শিরোনামের স্ক্রিনশটটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে ব্যয় ৫ কোটিরও বেশি, সাঁতরে আসছেন অতিথিরা বন্যার্ত এলাকা থেকে” শিরোনামে আরটিভির ওয়েবসাইটে কোনো সংবাদ প্রকাশ করা হয়নি বরং ভিন্ন একটি ঘটনায় ভিন্ন একটি গণমাধ্যমের সংবাদে ব্যবহৃত ছবি এবং আরটিভির ভিন্ন একটি সংবাদ শিরোনামের স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত সংবাদের স্ক্রিনশট তৈরি করা হয়েছে।
আলোচিত সংবাদ শিরোনামের স্ক্রিনশট পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে “আরটিভি নিউজ” লেখা রয়েছে এবং এটি প্রকাশের সময় হিসেবে ০৩ জুলাই ২০২৪, ১৫:৩৬ উল্লেখ করা হয়েছে।
অতঃপর উক্ত সূত্রগুলো ধরে আরটিভির ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে আলোচিত দাবিতে প্রচারিত সংবাদ শিরোনামের স্ক্রিনশটে প্রদর্শিত হুবহু একই সময়ে অর্থাৎ গত ০৩ জুলাই তারিখের ১৫:৩৬ ঘন্টায় আরটিভির ওয়েবসাইটে “পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় ৫ কোটির বেশি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ পাওয়া যায়।
সংবাদ প্রতিবেদনটি প্রকাশের সময়কাল এবং আলোচিত দাবিতে প্রচারিত সংবাদ শিরোনামের স্ক্রিনশটে প্রদর্শিত সময়কাল হুবহু একই হলেও আলোচিত সংবাদ শিরোনামের স্ক্রিনশটের ফন্ট ডিজাইনের সাথে আরটিভির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের পার্থক্য পরিলক্ষিত হয়।
উক্ত সংবাদ প্রতিবেদনটি পড়ে জানা যায়, পদ্মা বহুমুখী সেতুর নির্মাণের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হয়েছে। এই সমাপ্তি উপলক্ষে মাওয়া প্রান্তে গত ৫ জুলাই আয়োজিত সুধী সমাবেশের বা সমাপনী অনুষ্ঠানের বাজেট কত, সমাপনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, বাজেট ৫ কোটি টাকার ওপরে। খরচ না হওয়া পর্যন্ত প্রকৃত খরচ বলা সম্ভব না। মূলত, সেই প্রেক্ষিতে করা সংবাদ ছিল এটি।
Read More: পদ্মা সেতু ভেঙ্গে যাওয়ার ভুয়া দাবি টিকটকে
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত সংবাদ শিরোনামের স্ক্রিনশটটিতে প্রদর্শিত হুবহু একই সময়ে আরটিভির ওয়েবসাইটে প্রচারিত সংবাদ পাওয়া গেলেও, দুইটি সংবাদে ব্যবহৃত ছবির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়৷ অতঃপর, আলোচিত দাবিতে প্রচারিত সংবাদ শিরোনামের স্ক্রিনশটে ব্যবহৃত ছবির উৎসের সন্ধান করলে গত ৪ জুলাই তারিখে দেশীয় অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে “বন্যার কবলে কুড়িগ্রাম, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে উক্ত ছবিটি পাওয়া যায়৷
সংবাদটি পড়ে জানা যায়, ছবিটি উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের একটি চরের ভেসে যাওয়া ঘরবাড়ি থেকে তুলা হয়েছে।
মূলত, সম্প্রতি বন্যার পানিতে ভাসমান অবস্থায় একজন ব্যক্তির ছবি ব্যবহার করে “পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে ব্যয় ৫ কোটিরও বেশি, সাঁতরে আসছেন অতিথিরা বন্যার্ত এলাকা থেকে” শিরোনামে একটি সংবাদের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। স্ক্রিনশটটিতে ‘আরটিভি নিউজ’ শব্দদ্বয় দেখা যায় যা দাবি করে সংবাদটি মূলধারার গণমাধ্যম আরটিভিতে প্রকাশিত হয়েছিল। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত সংবাদটি এডিটেড বা সম্পাদিত।
প্রকৃতপক্ষে গত ০৩ জুলাই আরটিভির ওয়েবসাইটে “পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় ৫ কোটির বেশি” শীর্ষক সংবাদের শিরোনাম এডিট করে তাতে গত ০৪ জুলাই বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে “বন্যার কবলে কুড়িগ্রাম, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবি যুক্ত করে আলোচিত দাবির সংবাদের স্ক্রিনশটটি প্রচার করা হয়েছে।
সুতরাং, “পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে ব্যয় ৫ কোটিরও বেশি, সাঁতরে আসছেন অতিথিরা বন্যার্ত এলাকা থেকে” শীর্ষক শিরোনামে আরটিভির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ দাবিতে প্রচারিত সংবাদ শিরোনামের স্ক্রিনশটটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- RTV – পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় ৫ কোটির বেশি
- Bangla Tribune – বন্যার কবলে কুড়িগ্রাম, অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি
- Rumor Scanner’s own analysis