সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ”মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?” তার এই মন্তব্যকে অপমানসূচক দাবি করে ১৪ জুলাই রাত থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। নানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ছাত্রলীগের হামলার অভিযোগও উঠেছে। এরই প্রেক্ষিতে, “ছাত্রলীগ হামলায় মাথায় আগাতে! সন্ধ্যা আহত শিক্ষার্থীর মৃত্যু” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ডে একজন নারীর আহত অবস্থাকালীন সময়ের ছবি সংযুক্ত করে তানিয়া আক্তার মীম নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীর মৃত্যু দাবিতে ডিবিসি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে ডিবিসি নিউজের ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, চলমান কোটা আন্দোলনে তানিয়া আক্তার মীম নামেও কোনো কোটা সংস্কার আন্দোলনকারী নিহত হননি।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে সম্ভাব্য প্রথম পোস্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
Orinika Orni নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক গ্রুপে প্রচারিত পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, “ঝরে গেল আরেকটি প্রাণ। ছাত্রী সংস্থার সকলের প্রিয়, তানিয়া আক্তার মীম আপু ইন্তেকাল করছেন।” কিন্তু, উক্ত পোস্টে এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। আলোচিত ফটোকার্ডে ডিবিসি নিউজের লোগোর সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজে অনুসন্ধান করে এমন কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি।
তাছাড়া, ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত অন্য ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির অন্তত তিনটি অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রথমত, ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত অন্য ফটোকার্ডগুলোর টেক্সট ফন্ট ও ডিজাইনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির টেক্সট ফন্ট ও ডিজাইনের পার্থক্য লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, ডিবিসি তাদের ফটোকার্ডের বানানের ক্ষেত্রে সাধারণত প্রমিত বাংলা বানান রীতি ব্যবহার করে। কিন্তু, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে একাধিক বানানের ভুল বা অসঙ্গতি দেখা যায়; যেমন, “ছাত্রলীগের” এর বদলে “ছাত্রলীগ”, ” আঘাতে” এর বদলে “আগাতে”, “সন্ধ্যায়” এর বদলে “সন্ধ্যা” লেখা হয়েছে। তৃতীয়ত, ডিবিসি নিউজ তাদের ফটোকার্ডে সাধারণত ফটোকার্ড পোস্টকৃত দিনের তারিখ উল্লেখ করে থাকে। কিন্তু আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, এটা নিশ্চিত যে ডিবিসি নিউজ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
পরবর্তীতে ফটোকার্ডে থাকা ছবিগুলোর বিষয়ে অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম যুগান্তরে ২০২০ সালে “শাড়ি নিয়ে ঢাবিতে মারামারি, ছাত্রলীগের ৩ নেত্রী আহত” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে স্ট্রেচারে থাকা নারীর সংযুক্ত ছবিটি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সে সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই হলের তিন ছাত্রী আহত হন। এই ছবিটি সে ঘটনারই।
অর্থাৎ, স্ট্রেচারে থাকা নারীর ছবিটি ২০২০ সালের।
অন্যদিকে আলোচিত ফটোকার্ডের ইনসেটে থাকা নারীর বিষয়ে অনুসন্ধানে Urmee Biswas নামের একটি ব্যক্তিগত ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট পেয়েছে রিউমর স্ক্যানার, যেখানে ইনসেটের নারীর ছবি তারই ছবি বলে দাবি করেছেন তিনি। এই পোস্টের স্ক্রিনশটের দাবি অনুযায়ী, তিনি বেঁচে আছেন। আমরা উর্মির সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত তার পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
এছাড়া, একাধিক বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়, চলমান কোটা আন্দোলনে এখন পর্যন্ত কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। একইসাথে তানিয়া আক্তার মীম নামেও কোনো নারীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে “ছাত্রলীগ হামলায় মাথায় আগাতে! সন্ধ্যা আহত শিক্ষার্থীর মৃত্যু” শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি ফটোকার্ডে একজন নারীর আহত অবস্থাকালীন সময়ের ছবি সংযুক্ত করে তানিয়া আক্তার মীম নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, উক্ত দাবিতে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড বা খবর প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই প্রযুক্তির সহায়তায় ডিবিসি নিউজের ফটোকার্ডের ডিজাইন নকল করে তৈরি করে আলোচিত ভুয়া এই ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। তাছাড়া, এখন পর্যন্ত চলমান কোটা সংস্কার আন্দোলনে কারো মৃত্যু ঘটেনি।
সুতরাং, কোটা আন্দোলনে ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শীর্ষক দাবিতে ডিবিসি নিউজের লোগো ব্যবহার করে ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jugantor – শাড়ি নিয়ে ঢাবিতে মারামারি, ছাত্রলীগের ৩ নেত্রী আহত
- Rumor Scanner’s own analysis
হালনাগাদ/ Update
১৬ জুলাই, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে টিকটকেও একই দাবি সম্বলিত ভিডিও আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত ভিডিওকে প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।