টিকটকে অর্ধকোটিবার দেখা হয়েছে অভিনেতা আল্লু অর্জুনের মৃত্যুর গুজব 

বেশ কিছুদিন ধরেই শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে “shefatahmed” (আর্কাইভ) নামক একটি অ্যাকাউন্ট থেকে ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন ‘মারা গেছেন’- শীর্ষক একটি তথ্য প্রচার করে আসছে। 

অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একই দাবিতে অন্তত ২০টি পোস্ট করা হয়েছে। 

আল্লু অর্জুনের মৃত্যু

উক্ত অ্যাকাউন্ট থেকে আল্লু অর্জুন ‘মারা গেছেন’ দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশের আগ অবদি প্রচারিত ভিডিওগুলো অর্ধকোটিবারের ওপরে দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন মারা যাননি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে “shefatahmed” নামক টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পোস্টগুলোতে কোনো সূত্র উল্লেখ না করেই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

এছাড়া, উক্ত অ্যাকাউন্ট থেকে আল্লু অর্জুন মারা যাওয়ার দাবিতে প্রথম পোস্ট (আর্কাইভ) করা হয় গত ১৫ই জুন। 

তবে, গত ১৭ জুন আল্লু অর্জুনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোতে (ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) ‘পুষ্পা ২’ মুভির পোস্টার শেয়ার করতে দেখা যায়। 

পোস্ট দেখুন- ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার)। 

এছাড়া, গতকাল (২৯ জুন) ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করতেও দেখা যায় আল্লু অর্জুনকে। 

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য ভারতীয় এবং বাংলাদেশের গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, বেশ কিছুদিন ধরেই শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি অ্যাকাউন্ট থেকে ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন ‘মারা গেছেন’- শীর্ষক একটি তথ্য প্রচার হয়ে আসছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি মিথ্যা। আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে নিয়মিত সক্রিয় রয়েছেন। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়া, ভারতীয় গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, টিকটকে ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img