মেসি-রোনালদোর প্রীতি ম্যাচের টিকিটের মূল্য দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর 

সম্প্রতি ‘সৌদি আরবে মেসি-রোনালদোর প্রীতি ম্যাচের টিকিটের মূল্য প্রায় ২৬ কোটি ৬৫ লাখ টাকা‘ শীর্ষক শিরোনামে একটি তথ্য গণমাধ্যম সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে প্রচারিত এমন কিছু প্রতিবেদন দেখুন- ইত্তেফাক, আমাদের সময়, বাংলাদেশ জার্নাল এবিনিউজ২৪, সময়ের কণ্ঠস্বর, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবে মেসি-রোনালদোর প্রীতি ম্যাচের মূল্য শীর্ষক শিরোনামে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে ম্যাচটির একটি বিশেষ টিকেটের নিলামে মূল্য উঠেছে প্রায় ২৬ কোটি ৬৫ লাখ টাকা।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম Al Arabiya এর ওয়েবসাইটে ১০ জানুয়ারি ‘International auction bidding for ticket to Riyadh Season Cup game reaches $2.4 mln‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Al Arabiya

প্রতিবেদনটি থেকে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্লাব পিএসজি ও দুই সৌদি ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর, আল-হিলালের খেলোয়াড়দের নিয়ে গঠিত দলের আসন্ন ম্যাচটির একটি টিকেটের মূল্য নিলামে সৌদি মুদ্রায় ৯ মিলিয়ন রিয়াল বা ২.৪ মিলিয়ন মার্কিন ডলার উঠেছে।

Screenshot from Al Arabiya

এই প্রতিবেদনটি সূত্রে সৌদি আরবের সরকারি বিনোদন কর্তৃপক্ষ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)’র চেয়ারম্যান তুর্কি আল-শেখের গত ৯ জানুয়ারি করা একটি টুইটার পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot from Turki Al Sheikh Twitter

টুইটটি থেকে জানা যায়, প্রথমবারের মতো ‘বিয়্যুন্ড ইমাজিনেশন’ নামে একটি টিকেটের জন্য নিলাম আহবান করা হয়েছে। এই টিকেটে অনেকগুলো বিশেষ সুবিধা রয়েছে৷ নিলামটি ১৭ জানুয়ারি শেষ হবে। 

টুইটটি থেকে আরও জানা যায়, এই নিলামটি থেকে পাওয়া সকল অর্থ সৌদি আরবের জাতীয় দাতব্য প্লাটফর্ম ইহসানে প্রদান করা হবে।

পাশাপাশি সৌদি ভিত্তিক গণমাধ্যম Arab News এর ওয়েবসাইটে গত ১০ জানুয়ারি ‘Bidding for golden ticket for match between PSG and Al-Nassr/Al Hilal all-stars reaches milestone SR10m‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামের এই টিকিটের বিজয়ী লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারের মতো তারকা খেলোয়াড়দের সাথে দেখা করা, বিজয়ী দলের সঙ্গে ফটোসেশানে অংশ নেওয়া, খেলোয়াড়দের সাথে গালা ডিনারে যোগ দেওয়া ও রিয়াদের কিং ফাহদ স্টেডিয়ামে উভয় দলের ড্রেসিং রুম পরিদর্শন করার সুযোগ পাবেন।

Screenshot from Arab News 

এছাড়া প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, সৌদি রিয়েল এস্টেট ব্যবসায়ী মুশরেফ বিন আহমেদ আল ঘামদি সৌদি প্রযুক্তি প্রতিষ্ঠান আজমকে পেছনে ফেলে নিলামে ১০ মিলিয়ন সৌদি রিয়েল বা ২.৬ মিলিয়ন মার্কিন ডলার দাম হাঁকিয়েছে।

অর্থাৎ সৌদি আরবের সরকারি বিনোদন কর্তৃপক্ষ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্লাব পিএসজি ও দুই সৌদি ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর, আল-হিলালের সমন্বিত দলের খেলাকে কেন্দ্র করে ‘বিয়্যুন্ড ইমাজিনেশন’ নামে একটি টিকেটের জন্য নিলাম ডেকেছে। যেটির দাম এখন পর্যন্ত ১০ মিলিয়ন সৌদি রিয়েল বা ২.৬ মিলিয়ন মার্কিন ডলার উঠেছে।

বাংলাদেশের গণমাধ্যমে বিভ্রান্তি 

আলোচিত ঘটনাটি নিয়ে বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিবাদগুলোর শিরোনামে নিলামের বিষয়টি উল্লেখ না করে কেবল ‘প্রায় ২৭ কোটি টাকা দিয়ে দেখতে হবে মেসি-রোনালদোর দ্বৈরথ’, ‘মেসি-রোনালদো দ্বৈরথের এক টিকিটের মূল্য ২৯ কোটি টাকা!’, ‘মেসি-রোনালদো মহারণের টিকিটের দাম ২৭ কোটি!’, শীর্ষক বিভিন্ন শব্দ ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করে এবং প্রতিবেদনগুলোর কোথাও মূল টিকেটের দাম উল্লেখ করা হয়নি। ফলে গণমাধ্যমগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজ সহ অন্যান্য পেইজে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমগুলোর ফেসবুক পেইজে নেটিজেনদের বিভ্রান্তিকর মন্তব্য দেখুন এখানে।

তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর বিস্তারিত অংশে আলোচিত ঘটনাটিকে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে যে, এটি সৌদি আরবের সরকারি বিনোদন কর্তৃপক্ষ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্লাব পিএসজি ও দুই সৌদি ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর, আল-হিলালের সমন্বিত দলের খেলাকে কেন্দ্র করে ‘বিয়্যুন্ড ইমাজিনেশন’ নামে একটি টিকেটের জন্য নিলামের বিষয়ে সংবাদ।

এর বাইরে ইংরেজি দৈনিক The Business Standard তাদের প্রতিবেদনে ‘বিয়্যুন্ড ইমাজিনেশন’ টিকেটটি ছাড়াও আলাদা আরেকটি বিশেষ টিকেট বিক্রি করা হবে বলে দাবি করে।

Screenshot from The Business Standard

পত্রিকাটিতে তাদের এই সম্পর্কিত প্রতিবেদনে বলে, ১০ লাখ রিয়ালের ভিত্তিমূল্যের এই টিকেট যিনি কিনবেন তিনি রোনালদো, মেসি, এমবাপ্পে, নেইমারদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারবেন। পাশাপাশি দুই দলের ড্রেসিং রুমে প্রবেশ করতে পারবেন এবং তাদের সঙ্গে অফিশিয়াল ডিনারে অংশ নিতে পারবেন। 

কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এমন কোনো টিকেট সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। বরং গণমাধ্যমটির উল্লেখিত টিকেটের সঙ্গে ‘বিয়্যুন্ড ইমাজিনেশন’ টিকেটের সুযোগ-সুবিধার মিল খুঁজে পাওয়া যায়।

ম্যাচটির টিকেটের প্রকৃত মূল্য কত?

পিএসজি ও দুই সৌদি ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর, আল-হিলালের সমন্বিত দলের খেলার টিকেটের মূল্য অনুসন্ধানে Arab News এর একটি প্রতিবেদনে জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)’র চেয়ারম্যান তুর্কি আল-শেখের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই ম্যাচের টিকেট ছাড়ার পর ১৭০ টি দেশ থেকে ২ লাখের বেশি মানুষ টিকেটের জন্য আবেদন করেছে৷ প্রতি সেকেন্ডে টিকেটের ১০ থেকে ১৫ হাজার মানুষ আবেদন করে। ফলে দ্রুতই টিকেট শেষ হয়ে যায়।

Screenshot from Arab News 

পাশাপাশি এই ম্যাচের টিকেট বিক্রয়ের ওয়েবসাইট Ticketmx এর ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, এই ম্যাচের সব টিকেট বিক্রয় হয়ে গেছে। 

Screenshot from Ticketmx

ফলে সাইটটি থেকে টিকেটের মূল্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

পরবর্তীতে টিকেট বিক্রয়ের অনলাইন প্লাটফর্ম Viagogo তে এই ম্যাচের টিকেটের মূল্য অনুসন্ধানে দেখা যায়, স্টেডিয়ামের আসন ভেদে একেকটি টিকেট ২০০ থেকে প্রায় ৩ হাজার ডলারের মধ্যে বিক্রি হচ্ছে৷ 

Screenshot from viagogo

মূলত, সৌদি আরবের সরকারি বিনোদন কর্তৃপক্ষ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ক্লাব পিএসজি ও দুই সৌদি ক্লাব ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর, আল-হিলালের সমন্বিত দলের খেলাকে কেন্দ্র করে ‘বিয়্যুন্ড ইমাজিনেশন’ নামে একটি টিকেটের জন্য নিলাম ডেকেছে। যেটির দাম এখন পর্যন্ত ১০ মিলিয়ন সৌদি রিয়েল বা ২.৬ মিলিয়ন মার্কিন ডলার উঠেছে। এই ঘটনাটিকেই বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের শিরোনামে নিলামের বিষয়টি উল্লেখ না করে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। 

সুতরাং, সৌদি আরবে মেসি-রোনালদোর প্রীতি ম্যাচের মূল্য শীর্ষক শিরোনামে গণমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img