আঁখি আলমগীরের ফেসবুক পেজের পোস্টের কমেন্ট সম্বলিত স্ক্রিনশটটি এডিটেড

সংগীতশিল্পী আঁখি আলমগীরের ফেসবুক পেজের একটি পোস্টের কমেন্ট ও রিপ্লাই সম্বলিত স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০২১ সাল থেকে প্রচার হয়ে আসছে।

যা দাবি করা হচ্ছে

গত ৯ অক্টোবর ফেসবুকে ‘シdepression”ডিপ্রেশনシ’ নামক পেজে “এটা কি” শিরোনামে একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। পোস্টে সংযুক্ত আঁখি আলমগীরের একটি ছবিতে একটি কমেন্টের রিপ্লাই সম্বলিত স্ক্রিনশট জুড়ে দেওয়া হয়েছে। স্ক্রিনশটে দেখা যায়, Reaz Muhammad নামে এক ব্যক্তি আঁখি আলমগীরকে উদ্দেশ্য করে কমেন্ট করেছেন। কমেন্টে তিনি লিখেন, “আঁখি ম্যাম, আপনার চোখ অনেক সুন্দর। আমি আপনাকে চোখ মারতে চাই!” এই কমেন্টের রিপ্লাইতে আঁখি আলমগীরের পেজ থেকে কমেন্ট করা হয়, “পাছাও অনেক সুন্দর, মারবি নাকি?”

সম্প্রতি একই স্ক্রিনশট সম্বলিত ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এখানে

২০২১ সালে একই স্ক্রিনশট সম্বলিত ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আঁখি আলমগীরের ফেসবুক পোস্টের কমেন্ট সম্বলিত স্ক্রিনশটটি বাস্তব নয় বরং প্রচারিত স্ক্রিনশটটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করা।

এডভান্স সার্চের মাধ্যমে, আঁখি আলমগীরের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২০ সালের ২৩ অক্টোবর প্রকাশিত আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টের কমেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, কমেন্টদাতাদের মধ্যে কারো নামই Reaz Muhammad নয়। তাছাড়া, আলোচিত কমেন্টটিও উক্ত পোস্টে পাওয়া যায় নি। উক্ত পোস্টে আঁখি আলমগীর কোনো কমেন্টেরই রিপ্লাই করেননি।

পরবর্তীতে অনুসন্ধানে উক্ত আলোচিত কমেন্টদাতা ‘Reaz Muhammad’ এর ফেসবুক আইডিতে গত ১০ অক্টোবর প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে তিনি লিখেছেন, “(বানান অপরিবর্তিত) শ্রদ্ধেয় আঁখি আলমগীর ম্যাডারের কমেন্ট এডিট করে কে বা কারা যেন আমার কমেন্ট বসিয়ে একটি কুরুচিপূর্ণ কথা জুড়ে দিয়েছে। উক্ত এডিট করা স্ক্রিনশটটি ২-৩ বছর আগের। এডিটটি বিভিন্ন সময় বিভিন্ন পেজে এবং গ্রুপে প্রচার করা হয়েছিল, ইদানীং আবারো হচ্ছে। ঐ এডিটের বিষয়ে আমি কিছুই জানিনা, আমাকে ফাঁসানো হচ্ছে। আঁখি ম্যাম, দয়া করে ভুল বুঝবেন না।”

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উক্ত স্ক্রিনশটটি প্রথম ২০২১ সালের ১৬ মে খুঁজে পাওয়া যায়।

‘Reaz Muhammad’ নামের আইডিতে পরবর্তীতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর একটি প্রোফাইল পিকচার (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

ছড়িয়ে পড়া কমেন্টে রিয়াজের আইডির প্রোফাইল পিকচারের সাথে উক্ত ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, রিয়াজের কমেন্ট সংবলিত স্ক্রিনশটটি ছড়ানোর পোস্ট প্রথম পাওয়া যায় ২০২১ সালের ১৬ মে। সে ছবিতে রিয়াজের প্রোফাইল পিকচারে যে ছবিটি দেখা যাচ্ছে সেটি রিয়াজ তার আইডিতে আপলোড করেছেন প্রথম পোস্টের আরো প্রায় সাত মাস পর, ৩১ ডিসেম্বর।

রিয়াজ কী বলছেন?

সার্বিক বিষয়ে জানতে রিয়াজ মুহাম্মদের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। স্ক্রিনশটের কমেন্টটি তিনি করেছেন কিনা এমন প্রশ্নে রিয়াজ জানান, “আমি করিনি এবং ছবিটি এডিট করা।”

স্ক্রিনশটের কমেন্টে দৃশ্যমান প্রোফাইল পিকচারের ছবিটি আগে কখনো প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করে সরিয়ে ফেলা হয়েছিল কি না সে প্রশ্নে রিয়াজ জানান, “আমার আগের একটি আইডি ছিল। সেটিতে কিছুদিন এই প্রোফাইল পিকচার ছিল। ওই আইডি বছরখানেক আগে ডিজেবল হয়ে যাওয়ায় বর্তমান আইডিটি খুলি।”

অর্থাৎ, রিয়াজের পূর্বের একটি আইডির প্রোফাইল পিকচার ব্যবহার করে উক্ত স্ক্রিনশটটি বানানো হয়। 

মূলত, আঁখি আলমগীর আলোচিত ছবিটি পোস্ট করেন ২০২০ সালের ২৩ অক্টোবর। সে পোস্টে রিয়াজ মুহাম্মদ নামক একটি আইডির কমেন্ট ও আঁখি আলমগীরের একটি রিপ্লাই সম্বলিত একটি স্ক্রিনশট পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে রিউমর স্ক্যানারকে রিয়াজ মুহাম্মদ জানিয়েছেন, তিনি এ কাজ করেননি এবং ছবিটি এডিট করা। তাছাড়া, তার আইডিতেও এ সংক্রান্ত একটি পোস্টে তিনি এ কাজ করেননি বলে নিশ্চিত করেন। এছাড়া, আঁখি আলমগীরের পেজের পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, তিনি এখন পর্যন্ত তার কোনো পোস্টে কমেন্ট বা রিপ্লাই করেননি। অর্থাৎ, প্রচারিত স্ক্রিনশটটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে বানানো হয়েছে। 

সুতরাং, আঁখি আলমগীরের ফেসবুক পেজের পোস্টের কমেন্টের স্ক্রিনশটটি এডিটেড।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img