পাকিস্তানের চলমান বন্যার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার 

মেঘ বিস্ফোরণ, প্রবল বর্ষণ ও ভারতীয় বাঁধ খুলে দেওয়ায় পাকিস্তানের উত্তরাঞ্চল ও পাঞ্জাবসহ বেশকিছু অঞ্চল ভয়াবহ বন্যাকবলিত হয়েছে। যাতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে। এর প্রেক্ষিতে সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তানের চলমান বন্যার পরিস্থিতির। ভিডিওটিতে দুইজন মহিলাকে বন্যাকবলিত এলাকার একটি বাড়ির ছাদে দেখতে পাওয়া যায়। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পাকিস্তানের চলমান বন্যা পরিস্থিতির ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার ভিডিওটিতে ‘K’ লেখা একটি লোগো দেখতে পায়। 

Screenshot: Facebook 

কিন্তু উক্ত লোগোর সূত্র ধরে অনুসন্ধানে এমন লোগো সম্বলিত কোনো সংবাদ মাধ্যম কিংবা ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়নি। এছাড়াও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য মাধ্যমে ভিডিওটি প্রচার হতে দেখা যায়না। 

পরবর্তীতে ভিডিওটি সূক্ষভাবে পর্যালোচনা করে এতে বেশকিছু এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওতে দেখতে পাওয়া বন্যার স্রোত প্রবল হলেও তা বাড়িটিতে কোনো প্রভাব ফেলছে না। এছাড়াও ভিডিওতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গেলেও ডানপাশে উপরের দিকে দেখতে পাওয়া এলাকাটি সম্পূর্ণ বন্যার পানি মুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে দেখতে পাওয়া গাছগুলোও বেশ অস্বাভাবিক।  

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম DeepFake-o-meter এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

Screenshot: DeepFake-o-meter

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে পাকিস্তানের চলমান বন্যা পরিস্থিতির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • DeepFake-o-meter 
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img