গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতের পর ভারতে আশ্রয়ে নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেদেশের সংসদে একাধিক বক্তা কথা বলেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে কয়েকটি ভিডিও প্রচার করা হয়েছে। যার একটিতে একজন নারী বক্তাকে ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর বিষয়ে মন্তব্য করতে শোনা যায়। অপরটিকে একজন পুরুষ বক্তাকে শেখ হাসিনাকে নিজের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্যে নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করতে শোনা যায়।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় সংসদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য প্রদান করা হয়েছে দাবিতে ভিডিওগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম ভিডিওগুলোতে JPT NEWS লেখা একটি লোগো দেখতে পায়।
ভিডিও যাচাই ১
আলোচিত ভিডিওগুলোতে বক্তব্য প্রদানকারী মহিলা বক্তার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে প্রাপ্ত লোগোটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে JPT Bangla News নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১ জুলাই “🔴LIVE: সরকার পতনে উত্তাল সারা বাংলাদেশ | Sheikh Hasina | BNP | Dr Yunus | যে তথ্য দিলো ভারত-JPT News” শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর প্রথম ৭ সেকেন্ডের ফুটেজের সাথে আলোচিত ভিডিওর মহিলা বক্তার ফুটেজের হুবহু মিল রয়েছে। এই ভিডিওটি স্পষ্ট হওয়ায় উক্ত বক্তার হাতে কিছু মুহুর্তে অসঙ্গতি লক্ষ্য করা যায়। যা থেকে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হতে পারে বলে ধারণা করা যায়।
পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ক্যান্টিলাক্সে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৬৮ শতাংশ বলে ফলাফল আসে।

ভিডিও যাচাই ২
আলোচিত ভিডিওগুলোতে দেখতে পাওয়া পুরুষ বক্তার ভিডিওটি বিষয়ে অনুসন্ধানে JPT Bangla News নামের ওই ইউটিউব চ্যানেলটি পর্যালোচনার মাধ্যমে একই দিন অর্থাৎ গত ১ জুলাই শেখ হাসিনার বর্তমান অবস্থান জানিয়ে যে তথ্য দিলো ভারত | Sheikh Hasina | India | Modi |JPT Bangla News শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওগুলোতে দেখতে পাওয়া পুরুষ বক্তার বক্তব্যের সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে। এছাড়াও লক্ষ্য করা যায়, উক্ত ভিডিওকে ইউটিউব Altered বা Synthetic Content বলে চিহ্নিত করেছে। যা সাধারণত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্টের ক্ষেত্রে দেখা যায়।

তাই এ বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্যে পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ক্যান্টিলাক্সে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ বলে ফলাফল আসে।

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ভারতীয় সংসদে ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর বিষয়ে আলোচনা হওয়ার সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভিডিওকে ভারতীয় সংসদে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর বিষয়ে একাধিক বক্তার বক্তব্য প্রদানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- JPT Bangla News Youtube Channel: 🔴LIVE: সরকার পতনে উত্তাল সারা বাংলাদেশ | Sheikh Hasina | BNP | Dr Yunus | যে তথ্য দিলো ভারত-JPT News
- JPT Bangla News Youtube Channel: শেখ হাসিনার বর্তমান অবস্থান জানিয়ে যে তথ্য দিলো ভারত | Sheikh Hasina | India | Modi |JPT Bangla News
- Cantilux
- Rumor Scanner’s Analysis