ভারতের সংসদে ড. ইউনূসের সমালোচনা দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

২০২৪ সালের ০৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতের পর ভারতে আশ্রয়ে নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সেদেশের সংসদে একাধিক বক্তা কথা বলেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে বেশ কয়েকটি ভিডিও প্রচার করা হয়েছে। 

টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় সংসদে শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বক্তব্য প্রদান করা হয়েছে দাবিতে ভিডিওগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম ভিডিওগুলোতে News Bangla g24 লেখা একটি লোগো দেখতে পায়। 

ভিডিও যাচাই ১

আলোচিত ভিডিওতে বক্তব্য প্রদানকারী মহিলা বক্তার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে প্রাপ্ত লোগোটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে News Bangla g24 নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৭ আগস্ট “বঙ্গবন্ধুকে অপমান ইউনুস লুটপাটকারী মুখ খুলল ভারত | Hasina | India #shorts #news #youtubeshorts #bn” শিরোনামে প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়।

ScreenShot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ‍উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মহিলা বক্তার ফুটেজের হুবহু মিল রয়েছে। ভিডিওটিতে থাকা মহিলার সামনের লোকজনের শারীরিক অঙ্গভঙ্গি ও বক্তার চোখ, হাতে কিছু মুহুর্তে অসঙ্গতি লক্ষ্য করা যায়। যা থেকে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হতে পারে বলে ধারণা করা যায়। 

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯২ শতাংশ বলে ফলাফল আসে।

Screenshot: Hive Moderation  

ভিডিও যাচাই ২

আলোচিত ভিডিওতে বক্তব্য প্রদানকারী মহিলা বক্তার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে News Bangla g24 নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৬ আগস্ট “বঙ্গবন্ধুকে অপমানে জয় গেলেন ভারতে-মুখ খুলল ভারত | Hasina | India #shorts #news #youtubeshorts #bnp” শিরোনামে প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়।

ScreenShot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ‍উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মহিলা বক্তার ফুটেজের হুবহু মিল রয়েছে। ভিডিওটিতে আশেপাশে থাকা লোকজনের শারীরিক অঙ্গভঙ্গি ও বক্তার চোখ, হাতে কিছু মুহুর্তে অসঙ্গতি লক্ষ্য করা যায়। যা থেকে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হতে পারে বলে ধারণা করা যায়। 

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৪ শতাংশের ও বেশি বলে ফলাফল আসে।

Screenshot: Hive Moderation

ভিডিও যাচাই ৩

আলোচিত ভিডিওর বক্তব্য প্রদানকারী মহিলা বক্তার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে News Bangla g24 নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৯ আগস্ট “বঙ্গবন্ধুকে অপমান লাখো তরুণ বেকার মুখ খুলল ভারত | Hasina | India #shorts #news #youtubeshorts #bnp” শিরোনামে প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়।

ScreenShot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ‍উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মহিলা বক্তার ফুটেজের হুবহু মিল রয়েছে। ভিডিওটিতে মহিলার পেছনে থাকা লোকজনের শারীরিক অঙ্গভঙ্গি ও বক্তার চোখ, হাতে কিছু মুহুর্তে অসঙ্গতি লক্ষ্য করা যায়। যা থেকে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হতে পারে বলে ধারণা করা যায়। 

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ বলে ফলাফল আসে।

Screenshot: Hive Moderation

ভিডিও যাচাই ৪

আলোচিত ভিডিওর বক্তব্য প্রদানকারী মহিলা বক্তার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে News Bangla g24 নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৯ আগস্ট “হাসিনা পদত্যাগ করেননি মুখ খুলল ভারত | Hasina | India #shorts #news #youtubeshorts #bnp #awamileague” শিরোনামে প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়।

ScreenShot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ‍উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মহিলা বক্তার ফুটেজের হুবহু মিল রয়েছে। ভিডিওটিতে মহিলার পেছনে থাকা লোকজনের শারীরিক অঙ্গভঙ্গি ও বক্তার চোখ, হাতে কিছু মুহুর্তে অসঙ্গতি লক্ষ্য করা যায়। যা থেকে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হতে পারে বলে ধারণা করা যায়। 

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৪ শতাংশের ও বেশি বলে ফলাফল আসে।

Screenshot: Hive Moderation

ভিডিও যাচাই ৫

আলোচিত ভিডিওর বক্তব্য প্রদানকারী মহিলা বক্তার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে News Bangla g24 নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৬ আগস্ট “বঙ্গবন্ধুকে অপমান ইউনূসের আইন নিয়ে মুখ খুলল ভারত| Hasina | India #shorts #news #youtubeshorts #bnp” শিরোনামে প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়।

ScreenShot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ‍উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। ভিডিওটিতে আশেপাশে থাকা লোকজননের শারীরিক অঙ্গভঙ্গি ও বক্তার চোখ, হাতে কিছু মুহুর্তে অসঙ্গতি লক্ষ্য করা যায়। যা থেকে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হতে পারে বলে ধারণা করা যায়।

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯১ শতাংশ বলে ফলাফল আসে।

Screenshot: Hive Moderation

ভিডিও যাচাই ৬

আলোচিত  ভিডিওগুলোতে বক্তব্য প্রদানকারী মহিলা বক্তার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে News Bangla g24 নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৬ আগস্ট “বঙ্গবন্ধুকে অপমানে ইউনুসকে নিয়ে একি মুখ খুলল ভারত| Hasina | India #shorts #news #youtubeshorts #bnp” শিরোনামে প্রচারিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়।

ScreenShot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ‍উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মহিলা বক্তার ফুটেজের হুবহু মিল রয়েছে। ভিডিওটিতে মহিলার পেছনে থাকা লোকজনের শারীরিক অঙ্গভঙ্গি ও বক্তার চোখ, হাতে কিছু মুহুর্তে অসঙ্গতি লক্ষ্য করা যায়। যা থেকে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হতে পারে বলে ধারণা করা যায়। 

পরবর্তীতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশের ও বেশি বলে ফলাফল আসে।

Screenshot: Hive Moderation

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ভারতীয় সংসদে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, দেশের খারাপ পরিস্থিতি ও শেখ হাসিনাকে ক্ষমতায় দরকার শীর্ষক দাবির বিষয়ে আলোচনা হওয়ার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি একাধিক ভিডিওকে ভারতীয় সংসদে ড. ইউনূসের সমালোচনার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img