বয়স্ক ব্যক্তির ‘অবুঝ ছাত্ররা টাকার কাছে বিক্রি হয়ে দেশ ধ্বংস করেছে’ শীর্ষক মন্তব্যর ভিডিওটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকারের একটি ভিডিও প্রচার করা হয়েছে। যেখানে গণমাধ্যমকর্মী তার কাছে ৫ আগস্ট সম্পর্কে জানতে চাইলে তাকে ‘অবুঝ ছাত্ররা টাকার কাছে বিক্রি হয়ে দেশ ধ্বংস করেছে’ শীর্ষক মন্তব্য করতে দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে করা বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার প্রদানের আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে ভিডিওটিতে বেশ কিছু এআই সংক্রান্ত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওটির নিচের অংশে দেখতে পাওয়া বাংলা লেখাগুলো অসামঞ্জস্যপূর্ণ যার কোনো অর্থবোধকতা নেই। 

Screenshot: Facebook 

পাশাপশি ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড। 

Screenshot: Facebook 

এছাড়াও ভিডিওটির উপরের ডান কোণে টিকটকের একটি লোগো দেখতে পাওয়া যায়। যার পাশে ‘আমি বাঙালী’ শীর্ষক লেখা ভেসে উঠে। এ থেকে ধারণা করা যাচ্ছে ভিডিওটি ওই নামের কোনো অ্যাকাউন্ট পরিচালনাকারী তৈরি করতে পারেন।

ভিডিওটি এআই দ্বারা তৈরি কিনা তা যাচাই করতে ভিডিওটিকে এআই কনটেন্ট শনাক্তকারী টুল ক্যান্টিলাক্সে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭৩ শতাংশ বলে ফলাফল আসে।

Screenshot: Cantilux 

পরবর্তীতে ‘আমি বাঙালী’ নামের ওই টিকটক অ্যাকাউন্টের বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গত ২৬ জুন টিকটকে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Tiktok

উক্ত ভিডিওটিও অনেকটা একই ধরনের গ্রামভিত্তিক ভিডিও। ভিডিওটিতেও এই ফন্টে লেখা ‘আমি বাঙ্গালী’ শীর্ষক একটি জলছাপ দেখতে পাওয়া যায়। এছাড়াও ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এটি @আমি বাঙ্গালী নামের একটি অ্যাকাউন্টের ভিডিওর সাথে ডুয়েট করা হয়েছে। 

‘@আমি বাঙ্গালী’ শীর্ষক ট্যাগটিতে ক্লিক করলে aslamhossainoffical1 নামের একটি টিকটক অ্যাকাউন্টে নিয়ে যায়। উক্ত অ্যাকাউন্ট ব্যতীত ‘আমি বাঙ্গালী’ নামের কোনো অ্যাকাউন্ট টিকটকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে অ্যাকাউন্টটি পর্যালোচনা করে গত ২৬ জুন প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Tiktok

যেখানে প্রচারকারী ভিডিওটিকে এআই দ্বারা তৈরি কনটেন্ট বলে লেভেল করেছেন। এছাড়াও একই ধরনের আরও বেশকিছু ভিডিও অ্যাকাউন্টটিতে দেখতে পাওয়া যায়। যার প্রায় সবগুলোতেই ‘আমি বাঙ্গালী’ শীর্ষক জলছাপ রয়েছে। এ থেকে ধারণা করা যাচ্ছে, উক্ত ব্যক্তিই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ক্রিয়েটর।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে বয়স্ক ব্যক্তির গণমাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে ‘অবুঝ ছাত্ররা টাকার কাছে বিক্রি হয়ে দেশ ধ্বংস করেছে’ শীর্ষক মন্তব্য করার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Cantilux
  • User307323971917 Tiktok Account Post
  • Aslamhossainoffical1 Tiktok Account Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img