সম্প্রতি, স্ট্যাচু অব লিবার্টির নারী মডেলের ছবি শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে।
Screenshot: Facebook
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্ট্যাচু অব লিবার্টির নারী মডেলের ছবি দাবি করা ছবিটি বাস্তব নয় বরং বাস ইউটারবেইক নামের একজন ডাচ শিল্পী আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবিটি তৈরি করেছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ২ জুলাই প্রকাশিত উক্ত ছবিযুক্ত দ্যা সানের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এছাড়াও, একই দিনে প্রকাশিত ডেইলি মেইলের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের বরাতে জানা যায়, বাস ইউটারবেইক নামের একজন ডাচ শিল্পী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিখ্যাত স্ট্যাচু এবং পেইন্টিং থেকে মানুষের মুখের প্রতিকৃতি তৈরি করেছেন।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে Bas Uterwijk এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। তার ইন্সটাগ্রামে ২০২০ সালের ৬ নভেম্বর তিনি প্রচারিত ছবিটি পোস্ট করেন। উক্ত পোস্ট এবং তার অ্যাকাউন্টের বিস্তারিত অংশ বিশ্লেষণ করে জানা যায়, বাস ইউটারবেইক সিন্থেটিক ইমেজ জেনারেটিং অ্যালগরিদম অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন বিখ্যাত স্ট্যাচু ও পেইন্টিং থেকে মানুষের মুখের প্রতিকৃতি তৈরি করেন।
উল্লেখ্য, প্রচারিত দাবিতে উক্ত নারীর নাম ইসাবেল বোয়ার ও তার জাতীয়তা ফরাসি দাবি করা হলেও স্ট্যাচু অব লিবার্টি মূলত মিশরীয় এক নারীর আদলে তৈরি করা হয়েছিল। ফরাসি ভাস্কর ফ্রেডরিক অগাস্ট বারথোল্ডি প্রথমে উক্ত ভাস্কর্যটি তৈরি করেন এবং পরবর্তীতে তার তৈরি ভাস্কর্যের আদলে স্ট্যাচু অব লিবার্টি তৈরি করা হয়।
মূলত, স্ট্যাচু অব লিবার্টির মডেলের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। বাস ইউটারবেইক নামের ডাচ একজন শিল্পীর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবি উক্ত দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি স্ট্যাচু অব লিবার্টির মডেলের ছবি বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Mail: If Napoleon had been caught on camera: Artist uses AI to create stunningly realistic photo portraits of famous figures including the Statue of Liberty and Michelangelo’s David
- Daily Sun: Artist uses AI to create realistic-looking portraits of famous figures including Napoleon and Van Gogh
- Bas Uterwijk: Instagram Post
- Rumor Scanner’s Own Research