সম্প্রতি, দুই বৃদ্ধের স্কেটিং করার একটি ছবি ওমানে তোলা বাস্তব ছবি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওমানের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বৃদ্ধের স্কেটিং করা ছবিটি বাস্তব নয় বরং এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে sard.visuals নামের একটি ইন্সটাগ্রাম আইডি থেকে গত ২৭ মে “Post Juma prayers activities” শিরোনামে প্রচারিত পোস্টে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।

sard.visuals এর আইডি পরিদর্শন করে দেখা যায়, sard.visuals আইডিটি মূলত muji70 নামের একটি আইডি থেকে পরিচালনা করা হয়।

পরবর্তীতে muji70 আইডিটি পরিদর্শন করে দেখা যায়, Mujahid Jamal নামের ওমানের এক ভিজুয়াল আর্টিস্ট এটি পরিচালনা করে থাকেন।

পরিশেষে, sard.visuals ও muji70 আইডি দুইটি পরিদর্শন করে দেখা যায়, মুজাহিদ জামাল মূলত আরব দেশের সংস্কৃতির বিভিন্ন ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করে থাকেন।


মূলত, ওমানে তোলা দুইজন বৃদ্ধের স্কেটিংয়ের বাস্তব দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছো। তবে,অনুসন্ধানে জানা যায়, ছবিটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা। যা মুজাহিদ জামাল নামের ওমানের এক ভিজুয়াল আর্টিস্ট তৈরি করেছেন।
উল্লেখ্য, পূর্বেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন পড়ুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি বৃদ্ধদের স্কেটিংয়ের ছবিকে ওমানে তোলা বাস্তব ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।