বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

ডোয়াইন জনসনের (দ্য রক) ভাইরাল এই ছবিগুলো এআই দিয়ে তৈরি

সম্প্রতি, হলিউড অভিনেতা ও সাবেক রেসলার ডোয়াইন জনসন (দ্য রক) এর সনাতন মন্দিরে পুরোহিতের পোশাকে দাঁড়িয়ে থাকার কিছু ছবি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোয়াইন জনসন (দ্য রক) এর সনাতন মন্দিরে পুরোহিতের পোশাকে দাঁড়িয়ে থাকার দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয় বরং উক্ত ছবিগুলো  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Bhargav Valera নামের ভারতীয় এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে ‘dwayne johnson as a shadhu worshipping in mandir শীর্ষক ক্যাপশনে গত ২২ এপ্রিল প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) ভাইরাল ছবিগুলো খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে। 

Screenshot: Bhargav Valera Facebook 

পরবর্তীতে, উক্ত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট যাচাই করে দেখা যায়, তিনি প্রায়ই বিভিন্ন বিখ্যাত ব্যক্তির এআই ছবি তৈরি করেন। তার ফেসবুক অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ সহ আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তির ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। পোস্টগুলোর ক্যাপশন থেকে জানা যায়, এই ছবিগুলোও এআই দ্বারা তৈরি। 

Screenshot: Bhargav Valera Facebook

ডোয়াইন জনসন (দ্য রক) এর সনাতন মন্দিরে দাঁড়িয়ে থাকা ছবির বিষয়ে জানতে  রিউমর স্ক্যানারের পক্ষ থেকে Bhargav Valera এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ছবিগুলো বাস্তব নয়, এগুলো তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা তৈরি করেছেন।”

পাশাপাশি, ডোয়াইন জনসন (দ্য রক) এর সম্প্রতি সনাতন ধর্ম গ্রহণ কিংবা সনাতন মন্দিরে যাওয়া বা সাধুরূপে পূজা করার কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

মূলত, হলিউড অভিনেতা ডোয়াইন জনসন (দ্য রক) এর সনাতন মন্দিরে পুরোহিতের পোশাকে ভাইরাল ছবিগুলো বাস্তব নয়। প্রকৃতপক্ষে, ছবিগুলো এআই দ্বারা নির্মিত, যা Bhargav Valera নামের এক ব্যক্তি তৈরি করেছেন।

উল্লেখ্য, পূর্বেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

সুতরাং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হলিউড অভিনেতা ডোয়াইন জনসনের সনাতন মন্দিরে পুরোহিতের পোশাকে দাঁড়িয়ে থাকার কয়েকটি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Bhargav Valera Facebook Account : Post
  • Bhargav Valera Statement 
  • Rumor Scanner Own Analysis

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img