বুধবার, অক্টোবর 9, 2024

টম ক্রুজের বডি ডাবল ও স্ট্যান্ট ম্যানদের ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি  

সম্প্রতি, ‘টম ক্রুজ তার বডি ডাবল ও স্ট্যান্ট ম্যানদের সাথে’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

Screenshot Source: Facebook.

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

Screenshot Source: Twitter.

টুইটারে প্রচারিত এমনকিছু পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাকচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হলিউড অভিনেতা টম ক্রুজের বডি ডাবল ও স্ট্যান্ট ম্যান দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব নয় বরং উক্ত ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘Midjourney Official’ নামের একটি ফেসবুক গ্রুপে গত ৪ মে Ong Hou Woo (আর্কাইভ) নামের একটি ফেসবুক আইডি থেকে করা পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ছবিটি ছাড়াও একই ধরনের আরো কয়েকটি ছবি লক্ষ্য করা যায়। তাছাড়া পোস্টের ক্যাপশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

Screenshot source: Facebook.

পরবর্তীতে একই আইডি থেকে গত ৯ জুন এই ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি নিশ্চিত করে একটি পোস্ট (আর্কাইভ) দেওয়া হয়। 

উক্ত পোস্টের মাধ্যমে তিনি জানান, আমি মজা করার জন্য কিছু দিন আগে মিডজার্নি দিয়ে টম ক্রুজ স্ট্যান্ট ডাবলের কয়েকটি এআই ছবি তৈরি করেছি। ছবিগুলো ভাইরাল হয়ে যাবে আমি আশা করিনি। এখন বিশ্বজুড়ে অন্তত এক মিলিয়ন বা তারো বেশি মানুষ জিজ্ঞাসা করছে যে ফটোগুলি বাস্তব কিনা।

Screenshot Source: Facebook.

মূলত, হলিউড অভিনেতা টম ক্রুজের বডি ডাবল ও স্ট্যান্ট ম্যান দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিগুলো মূলত এআই দ্বারা তৈরি, যা Midjourney Official নামের একটি ফেসবুক গ্রুপে গত ৪ জুন ‘Ong Hui Woo’ নামের এক ব্যক্তি পোস্ট করেছেন। 

উল্লেখ্য, পূর্বেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন প্রতিবেদন পড়ুন এখানে, এখানে। 

সুতরাং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি হলিউড অভিনেতা টম ক্রুজের বডি ডাবল ও স্ট্যান্ট ম্যানের ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Ong Hui Woo Facebook Account: Post 
  • Ong Hui Woo Facebook Account: Post
  • Rumor Scanner Own Analysis

আরও পড়ুন

spot_img