সম্প্রতি, চিত্র নায়িকা পরী মণির ছবি দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো নায়িকা পরী মণির নয়। বরং, ভারতীয় এক নারীর ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে, তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে পরী মণির মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Saraswati Khanal’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ জুন প্রচারিত কিছু ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর উল্লেখযোগ্য সাদৃশ্য পরিলক্ষিত হয়। মুখমণ্ডলের সামান্য পার্থক্য ছাড়া অন্যান্য উপাদানে ছবিগুলোর মধ্যে মিল দেখা যায়।

পরবর্তীতে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট নারীর একটি ইউটিউব চ্যানেলের সন্ধান মেলে। জানা যায়, চ্যানেলটি ভারত থেকে পরিচালিত হচ্ছে এবং সেখানে তার বিভিন্ন ভ্লগিং ভিডিও-ও পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত হতে দাবিকৃত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘সাইটইঞ্জিন’-এ পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। প্ল্যাটফর্মটির বিশ্লেষণে দেখা যায়, ছবিগুলোতে ‘Face manipulation’ বা মুখের কৃত্রিম পরিবর্তনের উল্লেখযোগ্য লক্ষণ রয়েছে, যার ভিত্তিতেই এ মূল্যায়ন দেওয়া হয়েছে।

সুতরাং, ইন্টারনেট থেকে ভারতীয় এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে অভিনেত্রী পরী মনির মুখমণ্ডল বসিয়ে ছবিগুলো প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।
তথ্যসূত্র
- Saraswati Khanal: Instagram Post
- Sightengine.