তাজমহলের নির্মাণকালীন সময়ের ছবি দাবিতে এআই দিয়ে তৈরি ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে ছবিটি ১৬৩২ সালে তাজমহলের নির্মাণকালীন সময়ের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাজমহলের নির্মাণকালীন সময়ের ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়, বরং মিডজার্নি নামক কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি। 

অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি অবলম্বন করে ছবি শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ২০২৩ সালের ৪ এপ্রিল তারিখে jyo_john_mulloor ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাজমহলের ৮টি ছবি খুঁজে পাওয়া যায় যার মধ্যে আলোচিত দাবিতে প্রচারিত মূল ছবিটিও পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

উক্ত ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে স্পষ্টভাবে “Created in Midjourney AI” লেখা দেখতে পাওয়া যায় যা নিশ্চিত করে ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো। উল্লেখ্য যে, মিডজার্নি হচ্ছে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম এবং সেবা৷ মিডজার্নিকে প্রোম্পট নামক বর্ণনা দিলে বর্ণনার উপর ভিত্তি করে মিডজার্নি এআই ছবি বানিয়ে দিতে সক্ষম।

উল্লেখ্য, ছবির আসল মালিকের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান Pixsy এর একটি নিবন্ধ অনুসারে, ১৬৮৫ সালে Johann Zahn ক্যামেরার ডিজাইন করেন। এর প্রায় ১৩০ বছর পর ১৮১৪ সালে ফ্রেঞ্চ উদ্ভাবক Joseph Nicephore Niepce প্রথম ক্যামেরা উদ্ভাবন করেন। তাই, Johann Zahn এবং Joseph Nicephore Niepce কে যৌথভাবে প্রথম ক্যামেরা উদ্ভাবনের ক্রেডিট দেওয়া হয়। তবে, Joseph Nicephore Niepce এর ছবিটি স্থায়ী ছিল না। একই নিবন্ধের অন্য জায়গায় বলা হয়, Joseph Nicephore Niepce ১৮১৬ সালে প্রথম ক্যামেরা উদ্ভাবন করেন এবং এর প্রোটোটাইপ ব্যবহার করে ১৮২৬ সালে একটি যথাযথ ক্যামেরা দিয়ে সর্বপ্রথম ছবি তুলেন৷ যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনৈতিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারে প্রকাশিত একটি নিবন্ধতেও বলা হয়, ১৮২৬ ও ১৮২৭ সালের মধ্যকার সময়ে Nicéphore Niépce সর্বপ্রথম ছবি তুলেন। অর্থাৎ, উক্ত সূত্র ধরে বলা যায় প্রথম ক্যামেরা উদ্ভাবন হয়েছিল ১৮০০ সালের পর। অপরদিকে, জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের অধীনস্থ শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করা ইউনেস্কোর ওয়েবসাইটের একটি প্রতিবেদন থেকে জানা যায়, তাজমহলের নির্মাণকাজ ১৬৩২ সালে শুরু হয় এবং ১৬৪৮ সালে সম্পন্ন হয়৷ তবে, আরো কিছু বাড়তি নির্মাণকাজ সম্পন্ন হয় ১৬৫৩ সালে। অর্থাৎ, প্রথম ক্যামেরা তৈরি বা ছবি তুলারও প্রায় দুইশত বছর পূর্বেই তাজমহলের নির্মাণকাজ সম্পন্ন হয়৷ এমতাবস্থায় ক্যামেরা উদ্ভাবনের আগেই তাজমহলের ছবি তোলা সম্ভব নয়।

মূলত, সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিটি ১৬৩২ সালে তাজমহলের নির্মাণকালীন সময়ের ছবি। কিন্তু, রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে দেখেছে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি। তাছাড়া, তাজমহলের নির্মাণকাজ সম্পন্ন হওয়ার প্রায় দুইশত বছর পর প্রথম ক্যামেরার উদ্ভাবন হয়। 

সুতরাং, ১৬৩২ সালে তাজমহলের নির্মাণকালীন সময়ের ছবি মর্মে প্রচারিত দাবি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img