জেবা চৌধুরী জয়ার সাজা; গণমাধ্যমে এলো অভিনেত্রী জেবা জান্নাতের ছবি 

সম্প্রতি, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় চলচ্চিত্র অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে আদালত কর্তৃক সাজা দেওয়ার ঘটনায় গণমাধ্যম ও  সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দাবিতে কিছু ছবি প্রচার করা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত এমন ছবিযুক্ত প্রতিবেদন দেখুন সমকাল, ইনডিপেন্ডেন্ট টিভি, বাংলা নিউজ২৪, আজকের পত্রিকা, মানবকণ্ঠ, ডেইলি বাংলাদেশ ,ঢাকা পোস্ট, ঢাকা মেইল, ভোরের ডাক, বিডি২৪রিপোর্ট, নিউজ জি২৪, বিজনেস বাংলাদেশ, রিদ্মিক নিউজ, বাহান্ন নিউজ, একুশে সংবাদ, ডেইলি করতোয়া,  স্টার সংবাদ, বাংলাদেশ মোমেন্টস, রেডিও টুডে, বিজনেস জার্নাল২৪, আমার বার্তা, সংবাদ সারাবেলা, ডেল্টা টাইমস, সিভয়েজ২৪, দৈনিক সংবাদ প্রতিদিন, স্বাধীন আলো, এমটিনিউজ২৪, দৈনিক সরোবর, ডিজিটাল বাংলা নিউজ। 

একই বিষয়ে সংবাদ প্রকাশ করে পরবর্তীতে সংবাদটি সংশোধন করে নিয়েছে চ্যানেল২৪, বিডিনিউজ২৪, বাংলা ট্রিবিউন, দেশ টিভি, সময় টিভি, কালবেলা, এবিনিউজ২৪, বাংলাদেশ জার্নাল। তবে এই গণমাধ্যমগুলোতে ভুল ছবি সম্বলিত উক্ত সংবাদের উপস্থিতি এখনো ইন্টারেনেট পাওয়া যায়।  

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট  (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রতারণার মামলায় আদালত কর্তৃক কারাদণ্ড দেওয়ার ঘটনায় গণমাধ্যমের প্রতিবেদনে অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীন দাবিতে গণমাধ্যমে প্রচারিত এই ছবিগুলো জেবা চৌধুরীর নয় বরং এগুলো আরেক অভিনেত্রী জেবা জান্নাতের ছবি। 

বিষয়টি নিয়ে অনুসন্ধানে গত ৩০ আগস্ট অভিনেত্রী জেবা জান্নাতের ফেসবুক পেজে ‘These all are fake news (আর্কাইভ)’ শীর্ষক শিরোনামে একটি স্ট্যাটাস খুঁজে পাওয়া যায়।

Screenshot: Jeba Jannat Facebook Post

পোস্টটিতে জেবা জান্নাত বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট উল্লেখ করে লিখেন, “এগুলা সব ভুয়া সংবাদ। আমি জানি না, কেন তারা আমার ছবি ব্যবহার করছে। আমি জেবা চৌধুরী না। আমি এসব নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করবো। এটা অপরাধ, কেন তারা আমার ছবি ব্যবহার করছে?”

পাশাপাশি জেবা জান্নাতের ফেসবুক পেজেই  অনলাইন পোর্টাল বিডি২৪লাইভকে দেওয়া তার একটি সাক্ষাতকারও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Jeba Jannat Facebook Page

যেখানে জেবা জান্নাত বলেন, নিউজগুলোতে ব্যবহার করা হয়েছে ফরিদা পারভীন ওরফে জেবা চৌধুরী নাম। আর আমার নাম তো জেবা জান্নাত। নিউজগুলোতে অন্য কারো ছবি দিতে গিয়ে আমার ছবি ব্যবহার করা হয়েছে। কোনো ভেরিফায়েড নিউজ চ্যানেল যখন নিউজ করবে তখন তাদের তো সবকিছু নিশ্চিত হয়ে নিউজ করা উচিত। তারা গুগলে সার্চ করছে জেবা লিখে। সার্চে আমার ছবিটা পেয়েছে, সুন্দর করে আপলোড করে দিয়েছে।

অভিনেত্রী জেবা জান্নাতের এই পোস্টগুলো থেকে নিশ্চিত হওয়া যায়, অভিনেত্রী জেবা চৌধুরীকে আদালত কর্তৃক কারাদণ্ড দেওয়ার ঘটনায় গণমাধ্যম তার ছবি ভুলভাবে ব্যবহার করেছে।

প্রকৃত জেবা চৌধুরীর ছবি

এ পর্যায়ে রিউমর স্ক্যানার টিম আদালত কর্তৃক কারাদণ্ডপ্রাপ্ত প্রকৃত জেবা চৌধুরীর ছবি অনুসন্ধান করে। 

এতে জাতীয় দৈনিক ইনকিলাবে গত ৩০ আগস্ট ‘প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ড হলো অভিনেত্রী জেবার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনায় সাজাপ্রাপ্ত প্রকৃত জেবা চৌধুরীর ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Daily Inqilab

পরবর্তীতে জেবা চৌধুরীর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে অনুসন্ধানে জাতীয় দৈনিক যায়যায়দিনের ফেসবুক পেজে ২০২২ সালের ২৯ নভেম্বর ‘মিশা সওদাগরের উপর ক্ষোভের কারণ জানালেন জয়া চৌধুরী‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

এই ভিডিও প্রতিবেদন থেকে নেওয়া একটি স্ক্রিনশটের সাথে ইনকিলাবে প্রকাশিত ছবিটি মিলিয়ে প্রকৃত জেবা চৌধুরী সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 

Image Comparison: Rumor Scanner 

জেবা চৌধুরী ওরফে জয়া চৌধুরীর কিছু ভিডিও দেখুন এখানে, এখানে। 

Image: Rumor Scanner 

এছাড়া গণমাধ্যমে দাবিকৃত জেবা চৌধুরীর সাথে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রকৃত জেবা চৌধুরীর ছবির তুলনামূলক বিশ্লেষণ দেখুন-

Image Comparison: Rumor Scanner 

মূলত, গত ৩০ আগস্ট প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি  মামলায় চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচয়দানকারী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে ৫ হাজার টাকা জরিমানাসহ তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এ রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে তার ছবি হিসেবে অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে পরবর্তীতে জেবা জান্নাত এই ছবিগুলো তার এবং তিনি দণ্ডপ্রাপ্ত নন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন।

সুতরাং, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত অভিনেত্রী জেবা চৌধুরী জয়ার জায়গায় জেবা জান্নাত নামে ভিন্ন আরেক অভিনেত্রীর ছবি ব্যবহার করা হয়েছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img