বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি তামিম শীর্ষক জয় চৌধুরীর দাবিটি মিথ্যা 

গত ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তারকাদের নিয়ে চলমান সেলিব্রিটি ক্রিকেট লীগের চলাকালে সাংবাদিকদের কাছে চিত্রনায়ক জয় চৌধুরী দাবি করেন, “বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল।”  

পরবর্তীতে জয় চৌধুরীর এই বক্তব্যটি গণমাধ্যম এবং ফেসবুকের বিভিন্ন পেজে প্রচার করা হয়েছে।

তামিম

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি তামিম শীর্ষক জয় চৌধুরীর দাবিটি সঠিক নয় বরং বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন সাকিব আল হাসান। একক আসর হিসেবে তার রানই বেশি। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম Cricinfo এর ওয়েবসাইটে বিশ্বকাপের রেকর্ডে সবচেয়ে বেশি রানের মালিক যারা তাদের তালিকায় ৯ নম্বর স্থানে সাকিব আল হাসানের নাম খুঁজে পাওয়া যায়। বিশ্বকাপে চারটি আসরে অংশ নিয়ে ২৯ ম্যাচে সাকিব ১১৪৬ রান করেছেন, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি। 

Screenshot: Cricinfo 

বাংলাদেশিদের মধ্যে এর পরের অবস্থানে আছেন মুশফিকুর রহিম। সাকিবের মতোই ২৯ ম্যাচ খেলে ৮৭৭ রান করে তালিকার ৩৬ নং অবস্থানে দেখা যাচ্ছে মুশফিককে। তালিকার ৫৪ নং স্থানে পাওয়া গেল তামিম ইকবালের নাম। তামিমও চারটি আসরে অংশ নিয়ে ২৯ টি ম্যাচ খেলেছেন তামিম, করেছেন ৭১৮ রান। 

Screenshot: Cricinfo

অর্থাৎ, তামিম নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি ক্রিকেটার সাকিব। 

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দেখা যায়,  কোনো একক আসর হিসেবেও সাকিবই বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক। ২০১৯ সালে ৮ ম্যাচ খেলে ৬০৬ রান করে সে আসরে সর্বোচ্চ রান করা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় অবস্থানে ছিলেন সাকিব। এর আগের তিন আসরে সাকিবের রান ২০১৫ সালে ১৯৬, ২০১১ সালে ১৪২ এবং ২০০৭ সালে ২০২ রান। 

Screenshot: Cricinfo

অন্যদিকে, তামিমও এক আসরে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন ২০১৯ বিশ্বকাপেই। সাকিবের মতো সমান সংখ্যক ম্যাচ খেলে ২৩৫ রান করেন বাংলাদেশের ওপেনার। এর আগের তিন আসরে তামিমের রান ২০১৫ সালে ১৫৪, ২০১১ সালে ১৫৭ এবং ২০০৭ সালে ১৭২ রান।  

অর্থাৎ, কোনো একক আসর হিসেবেও বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক সাকিব আল হাসান।

মূলত, গত ২৮ সেপ্টেম্বর বিনোদন তারকাদের নিয়ে চলমান সেলিব্রিটি ক্রিকেট লীগ চলাকালে সাংবাদিকদের কাছে চিত্রনায়ক জয় চৌধুরী দাবি করেন, “বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল।” কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (৬০৬) করার তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশিদের মধ্যে তামিমের অবস্থান তৃতীয়। তাছাড়া, কোনো একক আসর হিসেবেও সাকিবই বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক।

সুতরাং, বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশি তামিম শীর্ষক চিত্রনায়ক জয় চৌধুরীর দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img