সব ধরণের ক্রিকেট থেকে অ্যারন ফিঞ্চ এর অবসর নেয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “ফর্মহীনতার কারণে প্রশ্ন উঠছিল বারবার কেন তিনি খেলছেন। অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। আজই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার অ্যারন ফিঞ্চ সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেননি বরং তিনি শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে সিরিজেও অংশগ্রহণ করবেন।

কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে, খেলাধুলার সংবাদ বিষয়ক ওয়েবসাইট ESPNCricinfo তে গত ০৩ এপ্রিল “Aaron Finch’s form woes raise questions: It hasn’t been up to scratch” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ফর্মহীনতা এবং পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ এর বক্তব্য উল্লেখ করা হয়। যেখানে তিনি বলেছেন –

Screenshot from ESPNCricinfo website

Obviously, it hasn’t been up to scratch. I’ve been well short of runs in the Sri Lanka series and this series here, there’s no doubting that,” he said. “I don’t need you to tell me that. It’s frustrating, no doubt, and as you get older, I think you probably question yourself a little bit more.

“But I still feel as though all my training has been really positive, it’s just been the first couple of balls, getting my pad in the way. It’s been a thing throughout my career and it would be nice if it didn’t happen – but I’m still very confident I can turn it round in the next series against Sri Lanka.

তার বক্তব্যের নিচের অংশটুকু অনুবাদ করলে দাঁড়ায় –

“তবে আমি এখনও অনুভব করি যে আমার সমস্ত প্রশিক্ষণ সত্যিই ইতিবাচক ছিল, এটা মাত্র প্রথম কয়েকটা বল, আমার প্যাড বাধা হয়ে গেছে। এটা আমার ক্যারিয়ার জুড়ে একটা জিনিস(সমস্যা)  ছিল এবং এটা না ঘটলে ভালো হবে – কিন্তু আমি এখনও খুব আত্মবিশ্বাসী যে আমি শ্রীলঙ্কার বিপক্ষে পরের সিরিজে এটাকে ঘুরিয়ে দিতে পারব।”

অর্থাৎ অ্যারন ফিঞ্চ এর বক্তব্য থেকে এটি স্পস্ট যে তিনি অবসরের ঘোষণা দেননি বরং তিনি দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ার পরবর্তী সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষেও অংশগ্রহণ করতে যাচ্ছেন।  

পরবর্তীতে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের ১৯ আগস্টে “Lockdown helps Finch settle on retirement date” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে অ্যারন ফিঞ্চের অবসর নেওয়ার সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়-

অ্যারন
Screenshot from Australia Cricket website

Australia captain Aaron Finch says the enforced break due to the COVID-19 pandemic has affirmed his desire to play for another three years and retire at the end of the 2023 ODI World Cup in India.

Finch, 33, plans to lead Australia in white-ball cricket to the next three major tournaments; the T20 events in 2021 and 2022 and then the 50-over showpiece a year later.

অর্থাৎ, অ্যারন ফিঞ্চ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর অবসরের লক্ষ্য নির্ধারণ করেছেন এবং পরবর্তী (২০২০ সালের পরবর্তী) তিনটি বড় টুর্নামেন্টে সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। 

তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অফিশিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের ২৭ আগস্টে “Finch concedes his Test dream is all but over” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফিঞ্চ সাদা বলের খেলা চালিয়ে গেলেও টেস্ট খেলা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। টেস্ট থেকে সরাসরি অফিশিয়াল অবসর নেওয়ার ঘোষণা না দিলেও টেস্টে আর মাঠে নামা হবে না তার বিষয়টি একরকম নিশ্চিত করেছেন তিনি। 

সুতরাং, অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ সব ধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দাবিতে একটি তথ্য সূত্রহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারন ফিঞ্চ
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img