সম্প্রতি, “ভারতে কদিন আগেও যারা মসজিদ ধ্বংস করছিলো। তারাই আজ মুসল্লিদের সামনে হাটুগেড়ে বসে যাচ্ছে নামাজ পড়ে একটু দোয়া করার জন্য” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
ভাইরাল ভিডিওটি মূলত গত বছরে ভারতে লকডাউন চলাকালীন সময়ের। ২০২০ সালের এপ্রিল মাসে ভারতে অন্ধ্রপ্রদেশে নাগরিকদের বাসায় অবস্থান নিশ্চিতের জন্য এই সচেতনতামূলক ভিডিওটি তৈরি করা হয়। ভিডিওটি নিয়ে ETV Andhra Pradesh এবং Sakshi Tv এর প্রকাশিত প্রতিবেদন দেখুন নিচেঃ
প্রকৃতপক্ষে, ভিডিওটিতে কয়েকজন পুলিশ সদস্যকে রাস্তায় হাঁটু গেড়ে পথচারী লোকদের করজোড়ে বাড়ি থেকে না বেরোনোর জন্য অনুরোধ করতে দেখা যায়। ২০২০ সালের এপ্রিল মাসে ঐ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল।
সেই পুরোনো ভিডিওটিকেই সাম্প্রতিক সময়ে “ভারতে মুসল্লীদের সামনে হাঁটু গেড়ে দোয়া চাচ্ছে পুলিশ” শিরোনামে প্রচার করা হচ্ছে।
সুতরাং, “করোনার ভয়াবহতায় হাঁটু গেড়ে মুসল্লীদের নিকট দোয়া চাইছে ভারতীয় পুলিশ” শিরোনামে প্রচারিত ভিডিওটি পুরোনো ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: করোনার ভয়াবহতায় হাঁটু গেড়ে মুসল্লীদের নিকট দোয়া চাইছে ভারতীয় পুলিশ
- Claimed By: Facebook Post
- Fact Check: Misleading
[/su_box]
Fact Check Requested By – Aal Amin