সম্প্রতি, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছিনতাইকারী’ শীর্ষক শিরোনামে দুইজন ব্যক্তির ছবিসহ একটি ডিজিটাল ব্যানার ফেসবুকে প্রচার করা হচ্ছে।

যা দাবি করা হচ্ছে
ডিজিটাল ব্যানারে উল্লিখিত তথ্যানুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সূর্যসেন হল ছাত্রলীগের দুই কর্মী তুষার হোসেন এবং শামীমুল ইসলাম মঙ্গলবার রাত ১১ টায় ঢাবি ক্যাম্পাসে প্রজিত দাস নামক এক ব্যক্তিকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ও ১৭ হাজার টাকা ছিনতাই করেছে। পরবর্তীতে ভুক্তভোগী শাহবাগ থানায় তাদের নামে মামলা করেন।
উক্ত ব্যানারে তথ্যসূত্র হিসেবে জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’ এবং তারিখ ০৪ আগস্ট উল্লেখ করা হয়েছে। এ থেকে প্রতীয়মান হচ্ছে, ঘটনাটি চলতি বছরের ০৪ আগস্ট অর্থাৎ সাম্প্রতিক সময়ের। এর ফলে ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্টেও বিভ্রান্ত হতে দেখা গেছে অনেক কমেন্টকারীকে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছিনতাইয়ের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২২ সালের ০৪ আগস্টের উক্ত ঘটনাকে গত ০৪ আগস্ট প্রচার করায় ঘটনাটি সাম্প্রতিক সময়ের বলে বিভ্রান্তি ছড়িয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে, জাতীয় দৈনিক আজকের পত্রিকার ওয়েবসাইটে ২০২২ সালের ০৪ আগস্ট “ঢাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে যুবককে মেরে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ০২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তুষার হোসেন ও শামীমুল ইসলামের নেতৃত্বে প্রজিত দাস নামের এক ব্যক্তিকে মারধর ও সাথে থাকা মোটরসাইকেল, টাকা এবং ফোন ছিনতাই করায় রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেন।
এই ঘটনায় উল্লেখ থাকা তথ্য এবং দুই ব্যক্তির ছবির সাথে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচারিত তথ্য ও ছবির মিল খুঁজে পাওয়া যায়।
২০২২ সালের একই ঘটনার বিষয়টি সেসময় অন্যান্য গণমাধ্যমেও উল্লেখ পাওয়া যায়। দেখুন এখানে।
অর্থাৎ, আলোচিত ঘটনাটি এক বছর পূর্বের।
পরবর্তীতে এ বিষয়ে আরো অনুসন্ধান করে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এমন কোনো ঘটনার বিষয়ে প্রকাশিত কোনো সংবাদ গণমাধ্যমে উল্লেখ পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি ০৪ আগস্ট তারিখ এবং তথ্যসূত্র হিসেবে জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র নাম উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মী কর্তৃক এক ব্যক্তিকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাই করা হয়েছে শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ঘটনাটি সাম্প্রতিক সময়ের (০৪ আগস্ট) নয় বরং ঘটনাটি ২০২২ সালের ০৪ আগস্টের। উক্ত দাবিতে প্রচারিত ডিজিটাল ব্যানারগুলোতে ঘটনার সাল উল্লেখ না করার কারণে এটি সাম্প্রতিক সময়ের ঘটনা ভেবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মী আটক দাবিতে পুরোনো সংবাদ প্রচার করলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মী কর্তৃক এক ব্যক্তি ছিনতায়ের শিকার হওয়ার এক বছর আগের ঘটনার ডিজিটাল ব্যানার তৈরি করে সম্প্রতি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ajker Patrika – ঢাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে যুবককে মেরে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ
- The Daily Star – যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ ঢাবি ছাত্রলীগের ২ কর্মীর বিরুদ্ধে