সম্প্রতি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মী আটক দাবিতে পুরোনো সংবাদ প্রচার

সম্প্রতি,“বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক” শীর্ষক শিরোনামে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনের স্কিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক” শীর্ষক শিরোনামে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটি সাম্প্রতিক নয় বরং ২০১৪ সালের প্রতিবেদনকে সাম্প্রতিক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রথম আলো’র অনলাইন সংস্করণে ২০১৪ সালের পহেলা জানুয়ারি ‘বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন(আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনের শিরোনামের সাথে সম্প্রতি প্রথম আলোর বরাতে প্রচারিত স্ক্রিনশটের সংবাদটির শিরোনামের হবহু মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner 

এছাড়া অনুসন্ধানে জানা যায়, গত ২৯ জুলাই বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রলীগকে জড়িয়ে প্রথম আলো কিংবা অন্য কোনো গণমাধ্যমকে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

তবে রাজধানীতে গতকালের বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে নিয়ে প্রথম আলোর ওয়েবসাইটে ‘মোটরসাইকেলে ৩ যুবক এসে বাসে আগুন দিয়ে চলে যান‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে উল্লেখিত বাস চালকের ভাষ্য অনুযায়ী, তিন যুবক মোটরসাইকেলে করে এসেছিল। তাঁদের কাছে একটি বোতলে পেট্রল ও দেশলাই ছিল। তাঁদের হুমকির পর তিনি (বাসচালক) লাফ দিয়ে নেমে যান। তিনি লাফ দিয়ে বাস থেকে নামার পর ওই যুবকেরা বোতল থেকে বাসের ভেতরে পেট্রল ঢালেন এবং দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেন। এরপর তাঁরা মোটরসাইকেলে করে উল্টো পথ দিয়ে যাত্রাবাড়ীর দিকে চলে যান। পরে আশপাশের লোকজন বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এই প্রতিবেদনে ঐ তিন যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উল্লেখ নেই। 

এছাড়া একই বিষয়ে মূলধারার বাকি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনেও তিন যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

এমন কিছু প্রতিবেদন দেখুন; সমকাল, মানবজমিন, বিডিনিউজ২৪, আরটিভি

পরবর্তীতে এ বিষয়ে প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজে আলোচিত স্ক্রিনশটের প্রতিবেদনটিকে পুরোনো জানিয়ে একটি ডিজিটাল ব্যানার পোস্ট করা হয়। 

Screenshot: Prothom alo Facebook Post 

পোস্ট করা ডিজিটাল ব্যানারে জানানো হয়, প্রথম আলোর নামে ছড়ানো এই সংবাদটি নকল, আমাদের প্রকাশিত নয়। ২০১৪ সালে প্রকাশিত একটি পুরোনো সংবাদের অংশবিশেষের স্কিনশট উদ্দেশ্যমূলক ভাবে ছড়ানো হচ্ছে। বিভ্রান্ত এড়াতে আমাদের ফেসবুক ও অনলাইনের সঙ্গে থাকুন। 

অর্থাৎ, ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচিকে কেন্দ্র করে বাসে আগুন দেওয়ার চেষ্টায় ছাত্রলীগের নেতা-কর্মী আটক দাবিতে তারিখ উল্লেখ ব্যতীত প্রথম আলো’র একটি পুরোনো সংবাদের স্ক্রিনশট প্রচার করা হয়। আদতে গতকাল রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে আটক করা হয়নি। 

মূলত, ২০১৪ সালের পহেলা জানুয়ারি মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে আগুন ধরানোর চেষ্টার সময় হাতেনাতে তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। উক্ত ঘটনা নিয়ে সেসময় দৈনিক প্রথম আলো’র অনলাইন সংস্করণে ‘বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সম্প্রতি তারিখ উল্লেখ ব্যতীত ঐ প্রতিবেদনের শিরোনাম প্রচার করে দাবি করা হচ্ছে এটি গত ২৯ জুলাই ঢাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ‘প্রথম আলো’র ওয়েবসাইট প্রকাশিত প্রতিবেদন। তাছাড়া, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে গত ঢাকায় ২৯ জুলাই বাসে অগ্নিসংযোগের ঘটনায় প্রথম আলো বা অন্য কোনো গণমাধ্যমে উক্ত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, প্রথম আলো’র একটি পুরোনো প্রতিবেদনের স্ক্রিনশটকে গত ২৯ জুলাই ঢাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img