ইরানের বাহিনী ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে দাবিতে ভিন্ন ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘ইরানের বাহিনী ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে‘ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ইরানের বাহিনী

ফেসবুকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ফিলিস্তিনের উদ্দেশ্যে ইরানের বাহিনী যাওয়ার কোনো ঘটনার নয় বরং এটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত সামরিক মহড়ার ভিডিও।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধমে চীনের গণমাধ্যম সিং হুয়া’র ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Xinhua 

২ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ৪ অক্টোবর (বুধবার) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক মহড়ার আয়োজন করা হয়। এতে আল-কুদস বিগ্রেডের হাজার হাজার সৈনিক পিআইজের সশস্ত্র শাখা মিসাইল সহ গাজার রাস্তায় মিছিল করেছে। 

এছাড়া, ৬ অক্টোবর ইন্দোনেশিয়ান গণমাধ্যম Kompas এর ইউটিউব চ্যানেলে “Palestine Claims to Have Homemade Drones and Long-Range Missiles“( ইংরেজি অনূদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

এই ভিডিওটি প্রতিবেদন থেকেও আলোচিত ভিডিও সম্পর্কে একই তথ্য  জানা যায়। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ইরানের বাহিনীর ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হওয়ার কোনো ঘটনার নয়।

মূলত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায়। এতে দেশ দুইটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়৷উক্ত সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনের উদ্দেশ্যে ইরানের বাহিনী রওনা দিয়েছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন দিলেও সাম্প্রতিক সময়ে ইরান ফিলিস্তিনের জন্য কোনো সৈন্য পাঠায়নি। প্রকৃতপক্ষে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে) এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক মহড়ার।

প্রসঙ্গত, ফিলিস্তিন- ইসরায়েলের এই সংঘাতে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়ে আসছে ইরান। সর্বশেষ জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি দিয়ে বক্তব্য দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। এর আগে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল-তাহনির সঙ্গে বৈঠকেও হুশিয়ারি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েল সেনা অভিযান চালালে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। 

উল্লেখ্য, চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত ইস্যুতে একাধিক ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার৷

সুতরাং, ফিলিস্তিনের উদ্দেশ্যে ইরানের বাহিনী রওনা দিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

  • Xinhua Facebook Post 
  • Kompas YouTube Video 

আরও পড়ুন

spot_img