৩৯তম এসআই নিয়োগ পরীক্ষার ফলাফল দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর

সম্প্রতি “৩৯তম SI এর রেজাল্ট প্রকাশিত হয়েছে!” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৩৯তম এসআই নিয়োগ পরীক্ষার ফলাফলে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সুপারিশপ্রাপ্তদের দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং এটি ২০১৯ সালে অনুষ্ঠিত ৩৬তম এসআই নিয়োগ পরীক্ষার ফলাফল।

কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশের মূলধারার জাতীয় দৈনিক দেশ রূপান্তরে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি “পুলিশের এসআই পদে প্রথম ঢাবি, দ্বিতীয় জবি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়া মূলধারার অনলাইন পোর্টাল Barta24.com এ একইদিনে “এসআই নিয়োগে দ্বিতীয় জবি” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে একই তথ্য খুঁজে পাওয়া যায়।

অপরদিকে সম্প্রতি প্রকাশিত ৩৯তম এসআই নিয়োগ পরীক্ষার ফলাফলে কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন এসআই হিসেবে নিয়োগ পেয়েছেন এমন কোনো সামগ্রিক তথ্য রিউমর স্ক্যানারের অনুসন্ধানে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলেও বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা তথ্য বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।

যেমন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘Channel24’ এর ওয়েবসাইটে গত ২৭ সেপ্টেম্বর “পুলিশের উপ-পরিদর্শক হিসেবে সুপারিশপ্রাপ্ত হলেন জবির ৬০ শিক্ষার্থী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ থেকে ৬০ জন শিক্ষার্থী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ৩৯ তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সদ্য সুপারিশপ্রাপ্ত উপ-পরিদর্শকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়া ক্যাম্পাস ভিত্তিক ওয়েবসাইট thecampustoday.com এর ২০২২ সালের ২৯ জুন “পুলিশের এসআই হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৬ জন শিক্ষার্থী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর (এসআই) ৩৯ তম নিয়োগ পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ২৬ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।

মূলত, ২০১৯ সালে অনুষ্ঠিত ৩৬ তম এসআই পরীক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যার একটি তালিকা সম্প্রতি ছড়িয়ে পড়ে। ঐ তালিকাটিকেই পরবর্তীতে ৩৯ তম এসআই নিয়োগ পরীক্ষার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফলাফল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷ এছাড়া ৩৯ তম এসআই পরীক্ষার ফলাফল বিশ্লেষণেও দেখা গেছে, ফলাফলে বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা কোনো তালিকা নেই।

সুতরাং, ৩৯তম এসআই নিয়োগ পরীক্ষার ফলাফল দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img