শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ জিবি ফ্রি ইন্টারনেট শীর্ষক অফারটি ভুয়া

সম্প্রতি, “মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বিভিন্ন সিম অপারেটরের পক্ষ থেকে বিনামূল্যে ২৬ জিবি ইন্টারনেট দেওয়া হচ্ছে” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে

ফেসবুকে প্রচারিত এমন কিছু  পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় যে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সিম অপারেটরের পক্ষ থেকে ২৬ জিবি ফ্রি ইন্টারনেট অফার দেওয়ার দাবি সংক্রান্ত লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহার করে ২৬ জিবি ইন্টারনেট পাওয়ার বিষয়টিও মিথ্যা।  

আলোচিত পোস্টে থাকা বলা হয়েছে ‘Learn more’ অপশনে ক্লিক করে লিংকে প্রবেশ করার জন্য। সেই নির্দেশনা অনুযায়ী লিংকটিতে ঢুকলে প্রথমেই বিনামূল্যে ইন্টারনেট নেওয়ার জন্য একটি অপশন আসে এবং তারপর মোবাইল নাম্বর দিতে হয়। মোবাইল নম্বর দেওয়ার পর তারা মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড দিয়ে বলে ৫ মিনিটের মধ্যে নির্ধারিত অফারটি পাওয়া যাবে৷ 

তবে সকল নির্দেশনা অনুসরণ করার পরেও পোস্টগুলোতে বলা ২৬ জিবি ইন্টারনেট পাওয়া যায়নি।

Image By Rumor Scanner 

অর্থাৎ, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে ২৬ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়ার অফারটি ভুয়া।

মূলত, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বিভিন্ন সিম অপারেটরের পক্ষ থেকে ব্যবহারকারীদের বিনামূল্যে ২৬ জিবি ইন্টারনেট দেওয়া হচ্ছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, কোনো সিম অপারেটরের পক্ষ থেকে এমন কোনো বোনাস ঘোষণা করা হয়নি। প্রকৃতপক্ষে, ওয়েবসাইটটি নিজেদের প্রচারণার স্বার্থে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে ২৬ জিবি ইন্টারনেটের প্রলোভন দেখিয়ে এই লিংকটি ছড়াচ্ছে। 

উল্লেখ্য, এ ধরণের স্ক্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অনলাইন নিরাপত্তাকে বিঘ্নিত করার নজির রয়েছে।  

প্রসঙ্গত, পূর্বেও নববর্ষ উপলক্ষ্যে বিনামূল্যে ৫০ জিবি ইন্টারনেটের অফার, দারাজের নাম ব্যবহারে ৩০ জিবি ফ্রি ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট শীর্ষক একাধিক মিথ্যা তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বিনামূল্যে ২৬ জিবি ইন্টারনেট প্রদানের দাবিতে যে লিংকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়া।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis 
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img