ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন অবধি অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। আহত ও দগ্ধ হয়েছে অন্তত শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বলছেন ২ লিটার পানির বোতলের জন্য তার কাছে ৬০০ টাকা চাওয়া হয়েছে।
এই ভিডিওটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “দুই লিটার পানি ৬০০ টাকা, এটা শুধু’মাত্র বাংলাদেশে সম্ভব”। অর্থাৎ, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ২ লিটার বোতলের পানি ৬০০ টাকায় বিক্রি হয়েছে দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিও পোস্টের মন্তব্য বিভাগ পর্যবেক্ষণ করলে দেখা যায়, নেটিজেনরা আলোচিত ভিডিওটি উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার প্রেক্ষিতে ধরে নানা মন্তব্য করছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি, আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলো সম্মিলিতভাবে প্রায় ৪৫ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ৫৫ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি উত্তরায় বিমান বিধ্বস্তের পরবর্তী সময়ের নয় বরং, প্রকৃতপক্ষে গত ১০ জুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচের দিনের ভিডিওটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘চ্যানেল২৪’ এর ইউটিউব চ্যানেলে “’২ লিটার পানি ৬০০ টাকা, এটা বাংলাদেশেই সম্ভব’ #BangladeshvsSingapore #AFCAsianCupQualifiers” শীর্ষক শিরোনামে গত ১০ জুনে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে হুবহু মিল পাওয়া যায়। এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত মাইক্রোফোনেও চ্যানেল২৪ এর লোগো দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত গত ১০ জুনের।

এছাড়াও অনুসন্ধানে উক্ত ভিডিও ফুটেজটির একাংশের সংযুক্তিসহ সংবাদমাধ্যম ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর ইউটিউব চ্যানেলে ‘দুই লিটার পানির দাম ৬০০ টাকা, দর্শকদের ক্ষোভ’ শীর্ষক শিরোনামে গত ১০ জুনে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, ২ লিটার পানির বোতলের দাম ৬০০ টাকা চাওয়ার এই ভিডিওটি গত ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের দিনের ভিডিও।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি উত্তরায় বিমান বিধ্বস্তের পরবর্তী সময়ের নয়।
সুতরাং, গত ১০ জুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচের দিনে ২ লিটার পানির বোতলের দাম ৬০০ টাকা চাওয়ার ঘটনার ভিডিও উত্তরায় বিমান বিধ্বস্তের পরবর্তী সময়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel24 – ‘২ লিটার পানি ৬০০ টাকা, এটা বাংলাদেশেই সম্ভব’
- Protidiner Bangladesh – দুই লিটার পানির দাম ৬০০ টাকা, দর্শকদের ক্ষোভ | Protidiner Bangladesh