১ হাজার বছর পর নয়, ‘১২.১২.২৪’ তারিখের সমন্বয় প্রতি ১০০ বছর পর পরই ঘটে

এবছরের গত ১২ ডিসেম্বর ছিল বছরের ১২তম মাসের ১২ তারিখ, যা একটি বিশেষ সমন্বয়— ১২.১২.২৪ তৈরি করে। এই বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ১২.১২.২৪ তারিখের মতো এমন সমন্বয় আবার ১ হাজার বছর পর পাওয়া যাবে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২.১২.২৪ তারিখের সমন্বয় প্রতি ১,০০০ বছর পর নয়, বরং প্রতি ১০০ বছর পর পর ঘটে।

আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমেই গ্রেগরীয় বর্ষপঞ্জি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, প্রতি ১০০ বছর অন্তর ১২ তারিখ, ১২ মাস এবং ২৪ সালের এই বিশেষ সমন্বয় ঘটে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের পর ২১২৪ সালে আবারও এই সমন্বয় দেখা যাবে।

 Source: Gregorian Calendar

এছাড়াও, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী, ২২২৪ সালেও দিন, মাস ও বছরের একই সমন্বয় পাওয়া যাবে।

Oplus_131072

এভাবে ধারাবাহিকভাবে, ২৩২৪, ২৪২৪, ২৫২৪, ২৬২৪, ২৭২৪, ২৮২৪, ২৯২৪ এবং ৩০২৪ সালেও দিন, মাস এবং বছরের এই অনুরূপ সমন্বয় পুনরায় ঘটবে।

অর্থাৎ, ১ হাজার বছরে ১ বার নয়, বরং ১০ বার ১২.১২.২৪-এর সমন্বয় পাওয়া যাবে। ২০২৪ সালের পরবর্তী ১ হাজার বছরে প্রতি ১০০ বছর পর পর এই সমন্বয় আরও ৯ বার পুনরাবৃত্তি ঘটবে।

সুতরাং, ইন্টারনেটে প্রচারিত “২০২৪ সালের পর ১২.১২.২৪ তারিখের সমন্বয় আবার ১ হাজার বছর পর পাওয়া যাবে” শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img