সম্প্রতি, দেশের আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান Association for Social Advancement (আশা)’তে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হচ্ছে, সংস্থাটি ট্রেইনি হিসাবরক্ষক পদে ৫৪৭ জন এবং ফিল্ড অফিসার পদে ৭৩৩ জন নিয়োগ দিচ্ছে।

উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বেসরকারি সংস্থা আশা ট্রেইনি হিসাবরক্ষক এবং ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য সম্প্রতি এমন কোনো বিজ্ঞপ্তি দেয়নি বরং এনজিওটির নাম ও লোগো ব্যবহার করে প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে সংস্থাটির পক্ষ থেকে ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে বেসরকারি সংস্থা আশা’র নাম ও লোগো সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হিসেবে ২০২৩ সালের ২৭ ডিসেম্বরের কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত সূত্র ধরে আশা’র অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর তারিখে সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।
তবে উক্ত বিজ্ঞপ্তিটির বিষয়ে আশা’র ফেসবুক পেজে ১০ জানুয়ারি প্রকাশিত একটি সতর্কীকরণ পোস্ট খুঁজে পাওয়া যায়।

আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তির একটি ছবি প্রকাশ করে আশা তাদের ফেসবুক পোস্টে জানায়, “কিছু অসাধু লোক ও চক্র আশার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি কুটকৌশলে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করে সাধারণ মানুষদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার অপপ্রয়াস চালাচ্ছে। সংযুক্ত নিয়োগ বিজ্ঞাপ্তটি যার একটি অংশমাত্র। এদের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য সর্বসাধারণকে সতর্ক করা যাচ্ছে।”
মূলত, দেশীয় বেসরকারি সংস্থা (এনজিও) আশা’র নাম ও লোগো ব্যবহার করে সংস্থাটিতে ট্রেইনি হিসাবরক্ষক এবং ফিল্ড অফিসার পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। আশা সম্প্রতি এরূপ কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বলে সংস্থাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক সতর্কীকরণ পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।
উল্লেখ্য, পূর্বেও ইন্টারনেটে বেসরকারি সংস্থা আশা’র নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, “আশা’য় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি” শীর্ষক দাবিতে ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া।