সম্প্রতি, দেশের আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান Association for Social Advancement (আশা)’তে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে দাবিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হচ্ছে, সংস্থাটি ট্রেইনি হিসাবরক্ষক এবং ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আশা ট্রেইনি হিসাবরক্ষক এবং ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য সম্প্রতি কোনো বিজ্ঞপ্তি দেয়নি বরং এনজিওটির নাম ও লোগো ব্যবহার করে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করেছে আশা।
এ বিষয়ে অনুসন্ধানে আশা’র ওয়েবসাইট ও ফেসবুক পেজে (আর্কাইভ) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়, যেখানে আলোচিত বিজ্ঞপ্তিটি আশা’র পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানানো হয়।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, “এই মর্মে সর্বসাধারণকে সতর্ক ও সচেতন করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল দেশের শীর্ষস্থানীয় এনজিও (এমএফআই) ‘আশা’র নাম, লোগো ও ভুয়া ইমেইল এ্যাড্রেস ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশের মাধ্যমে সরলমতি মানুষদের সঙ্গে প্রতারণার অপপ্রয়াস চালাচ্ছে।”
“প্রতারক চক্র কৌশলে ‘আশা’র নাম ও লোগো ব্যবহার করে অতিসম্প্রতি অনলাইন জবস পোর্টালে ট্রেইনি হিসাব রক্ষক (২৭৫৩ জন) ও ফিল্ড অফিসার (৩৪৮৬ জন ) পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরলপ্রাণ মানুষদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।”
মূলত, দেশীয় এনজিও আশা’র নাম ও লোগো ব্যবহার করে “আশা’য় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি” শীর্ষক একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। আশা থেকে সম্প্রতি এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বলে সংস্থাটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।
সুতরাং, “আশা’য় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি” শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া।