সম্প্রতি, “ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমে অবস্থিত ‘আল হুতাইব’ নামক গ্রাম, যেখানে কখনো বৃষ্টি হয়না” শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। পাশাপাশি আরও দাবি করা হচ্ছে যে, আকাশে মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটার উপরে কিন্তু ‘আল হুতাইব’ নামক স্থানটি মাটি থেকে ৩২০০ মিটার উঁচুতে অবস্থিত হওয়ায় সেখানে কোনো বৃষ্টি হয়না।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন জি নিউজ (আর্কাইভ)।
এছাড়া, অনুরূপ দাবিতে প্যাপাইরাস নামক একটি ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইয়েমনের ‘আল হুতাইব’ নামক স্থানটিতে কোনোদিন বৃষ্টিপাত না হওয়ার দাবিটি সত্য নয় বরং বিভিন্ন আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী উক্ত স্থানটিতে বছরের নির্দিষ্ট সময়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার রেকর্ড রয়েছে।
প্রকৃতপক্ষে, বিগত কয়েক বছর যাবত ইয়েমেনের ‘আল হুতাইব’ নামক স্থানে কখনো বৃষ্টি হয় না দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার হয়ে আসছে। তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে যে, আল হুতাইব নামক স্থানটি মোটেও বৃষ্টিপাতহীন শুষ্ক এলাকা নয় বরং, এপ্রিল এবং আগস্ট মাসে সেখানে গড়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।