সম্প্রতি, “অবিশ্বাস্য হলেও সত্য বিক্রি হচ্ছে মাথার উকুন, প্রতি উকুনের মূল্য ৩০০ টাকা” শীর্ষক শিরোনামে একটি সংবাদ কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিশ্বের কোনো দেশে উকুন বিক্রি হয়েছে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় নি বরং সম্প্রতি প্রচারিত মাথার উকুন বিক্রির সংবাদটি দুবাইয়ের ৬ বছর পূর্বের একটি ঘটনার।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম GULF NEWS এর অনলাইন সংস্করণে ২০১৬ সালের ১ আগষ্টে “Salons selling lice as hair-loss cure warned” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এছাড়াও, পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘Daily Pakistan’ এর অনলাইন সংস্করণে ২০১৬ সালের ১ সেপ্টেম্বরে “Head lice being sold in Dubai for a weird reason you have never heard of, people pay crazy prices” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১৬ সালে দুবাইয়ে মহিলাদের কয়েকটি হেয়ার সেলুনে কাটা চুল সংগ্রহ করে এবং সেগুলোতে কৃত্রিম প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে উকুন জন্মিয়ে সেই উকুন চড়া দামে বিক্রির খবর একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেসময় স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগ বিউটি এবং হেয়ার সেলুনগুলোকে উকুন বিক্রির বিরুদ্ধে সতর্ক করেছিলো এবং মাথার উকুন বিক্রি করে এমন সেলুনগুলোর জন্য ৫৪৪ ডলার জরিমানা ঘোষণা করেছিলো।
দুবাইয়ের ৬ বছর পুরোনো ঐ ঘটনার তথ্যই সাম্প্রতিক সময়ে কোনো তারিখ উল্লেখ না করেই অপ্রাসঙ্গিকভাবে বেনামী অনলাইন পোর্টালে প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Also Read: ইউক্রেনের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিওর ১ কোটি ডলার অনুদান দেয়ার তথ্যটি মিথ্যা
উল্লেখ্য, উক্ত বিষয়ে দুবাই পৌরসভার স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হাফেজ গালুম সেসময়(২০১৬) বলেছিলেন, “চুলে উকুন ব্যবহার অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর অভ্যাস। এই প্রবণতা যাতে ছড়িয়ে না পড়ে এজন্য বিউটি সেন্টার এবং হেয়ার সেলুনগুলোতে আমাদের একটি সেকশন নিয়মিত খেয়াল রাখে।”
সুতরাং, ২০১৬ সালে দুবাইয়ের কিছু সেলুনে মাথার উকুন বিক্রির তথ্যকে পূর্বের তারিখ উল্লেখ ব্যতীত অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: অবিশ্বাস্য হলেও সত্য বিক্রি হচ্ছে মাথার উকুন, প্রতি উকুনের মূল্য ৩০০ টাকা
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]