রাজনৈতিক বিষয়ে পরীক্ষা দিয়ে জাইমা রহমানের বিশ্বসেরা হওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিষয়ক এক্সাম দিয়ে বিশ্বের এক নাম্বার স্থানে উত্তীর্ণ হয়েছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য কন্যা ব্যারিষ্টার জাইমা রহমান” শীর্ষক তথ্য সম্বলিত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

জাইমা

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, জাইমা রহমানের রাজনৈতিক বিষয়ক কোনো পরীক্ষায় বিশ্বে প্রথম হওয়ার দাবির স্বপক্ষে কোন সত্যতা পাওয়া যায় নি বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

মূলত, ২০২১ সালের ১৩ ডিসেম্বর জাইমা রহমান নামের একটি ভুয়া ফেসবুক পেজ থেকে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ব্যতীত জাইমা রহমান লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিষয়ক পরীক্ষা দিয়ে বিশ্বে প্রথম হয়েছেন শীর্ষক তথ্যটি প্রথম প্রচার করা হয়, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সেসময় উক্ত বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিলো রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img