সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় যে তিনি এই ভিডিওতে তার বক্তব্যে হিন্দুদের হুমকি দিয়েছেন।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে বক্তব্য দেওয়া এ-ই ব্যক্তি ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিতে এক চোখ হারানো সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। তিনি এই ভিডিওতে হিন্দুদের দেশ ত্যাগের আল্টিমেটাম দেননি বরং, এমদাদের এক সপ্তাহের আল্টিমেটাম সংক্রান্ত বক্তব্যটি তিনি গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো মানুষদের উদ্দেশ্যে দিয়েছেন। এর সাথে দেশের হিন্দু সম্প্রদায়ের দেশ ছাড়ার হুমকির কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে অনুসন্ধানে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওতে এমদাদের পুরো বক্তব্য পাওয়া যায়। চট্টগ্রামের সিআরবিতে বিকিরণ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের এই বক্তব্য দেন। সাত মিনিটের বক্তব্যটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এমদাদ মূলত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য করে বক্তব্যটি দিয়েছেন। যার আগে এবং পরের কিছু অংশ কেটে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। পুরো বক্তব্য পর্যালোচনা করে এটা স্পষ্ট হয় যে, আল্টিমেটাম সংক্রান্ত তার বক্তব্যটি হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে দেওয়া হয়নি। তিনি মূলত কথাগুলো বলেছিলেন গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো ব্যক্তিদের উদ্দেশ্যে।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে সমন্বয়ক এমদাদের এ ভিডিও দিয়ে একই দাবি
প্রচার করা হলে সেসময়ে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।