সম্প্রতি, ‘এক বছরের জুনিয়র তাতে কি, কথা দিয়েছিলাম শেষ পর্যন্ত থাকবো, থেকে বুঝিয়ে দিলাম সবাই ছেড়ে যায় না কেউ কেউ শেষ পর্যন্ত নিয়ে যায়।’ শীর্ষক ক্যাপশনে এক দম্পতির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল দম্পতির ছবির সাথে বয়স নিয়ে জুড়ে দেওয়া গল্পটি সঠিক নয় বরং আলোচিত এই যুবক তার স্ত্রীর থেকে দুই বছরের বড়।
মূলত, ২০২২ সালের জুন মাসে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হোন। পরবর্তীতে তাদের বিয়ের ছবিগুলো ফটোগ্রাফি এজেন্সির পেজে পোস্ট করা হলে, তাদের দুইজনের বয়সের পার্থক্য নিয়ে ভিন্ন ভিন্ন গল্প জুড়ি দিয়ে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই বিষয়ে সেই সময়ে বরের (নাদিম আহমেদ) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কনে তার চেয়ে দুই বছরের ছোট। বিয়ের ভারী সাজের কারণে ও তিনি ক্লিন শেইভ করায় তাকে ছোট লাগছিলো।
সাম্প্রতিক সময়েও একইভাবে এই দম্পতির বিয়ের ছবির সাথে বয়সের পার্থক্যের বানোয়াট গল্প জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে।
সুতরাং, এক দম্পতির বিয়ের ছবি ব্যবহার করে বয়সের পার্থক্যের একটি গল্প ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।