ড. কাজী এম বদরুদ্দোজা কাজী পেয়ারার উদ্ভাবক নন

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, ড. বদরুদ্দোজা পেয়ারার একটি জাত উদ্ভাবন করেন, যা তার নামানুসারে নামকরণ করা হয়েছে ‘কাজী পেয়ারা’। 

কাজী

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রয়াত কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা কাজী পেয়ারার উদ্ভাবক নন বরং কাজী পেয়ারার উদ্ভাবন বা নামকরণের কোনো কিছুর সাথেই তার জড়িত না থাকার বিষয়টি এক সাক্ষাৎকারে তিনি নিজেই তাঁর জীবদ্দশায় নিশ্চিত করেছিলেন। 

মূলত, গত বছরের ৩০ আগস্ট মারা যাওয়া বাংলাদেশের প্রখ্যাত কৃষিবিজ্ঞানী, কৃষি সংগঠন ও ন্যাশনাল ইমেরিটাস সাইন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজাকে কাজী পেয়ারার উদ্ভাবক দাবি করে ফেসবুকে একাধিক পোস্ট নজরে এসেছে রিউমর স্ক্যানার টিমের। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ড. কাজী এম বদরুদ্দোজা কাজী পেয়ারার জনক বা উদ্ভাবক ছিলেন না। ১৯৮৪ সালে কাজী পেয়ারার জাতটি আবিষ্কারের পর ড. কাজী এম বদরুদ্দোজার সম্মানার্থে তার নামানুসারে সে সময়ের বিজ্ঞানীরা কাজী পেয়ারার নামকরণ করেন। তিনি নিজেও জীবদ্দশায় এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছিলেন। 

উল্লেখ্য, পূর্বেও তথ্যটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img