বুধবার, সেপ্টেম্বর 27, 2023
spot_img

জেল পালিয়ে ৯ ঘন্টা দেরিতে বাসায় আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশে দেওয়ার দাবিটি মিথ্যা

সম্প্রতি “লোকটি দীর্ঘ 10 বছর জেল খাটার পর অবশেষে জেল থেকে পালাতে যখন তিনি বাড়িতে ফিরেন তার বউ তাকে দেখে বলে টিভি তে 9 ঘণ্টা আগে তোমার পালানোর খবর প্রচার করা হয়েছে তাহলে তুমি এই 9 ঘণ্টা কোথায় ছিলা এবং কার সাথে ছিলা বলো? এর জন্য তার বউ পুলিশকে ফোন করে তাকে আবার পুলিশের হাতে তুলে দেয়।” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট ( আর্কাইভ), পোস্ট ( আর্কাইভ)  এবং পোস্ট ( আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১০ বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে ৯ ঘন্টা পরে আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাটি সত্য নয় এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটিও সঠিক নয় বরং এটি আমেরিকার লস এঞ্জেলসে সংগঠিত একটি আন্দোলন থেকে পুলিশের হাতে গ্রেফতার একজন আন্দোলনকারীর ছবি।

মূলত, ২০১১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে Occupy Movement নামে একটি আন্দোলন শুরু হয়। সম্পদের অসম বন্টনের বিরুদ্ধে শুরু হওয়া এ আন্দোলন পরবর্তীতে সারা বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের দুই মাস পূর্তিতে আমেরিকার লস এঞ্জেলসে সংঘটিত প্রতিবাদ সমাবেশ থেকে ৫০ জন প্রতিবাদকারীকে গ্রেফতার করে লস এঞ্জেলস পুলিশ। তাদের কারো একজনের ছবি কমিউনিটি ভিত্তিক ওয়েবসাইট reddit এর সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১০ বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে ৯ ঘন্টা পরে আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে৷ 

উল্লেখ্য, পূর্বেও বিষয়টি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হলে সেটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img