সম্প্রতি “লোকটি দীর্ঘ 10 বছর জেল খাটার পর অবশেষে জেল থেকে পালাতে যখন তিনি বাড়িতে ফিরেন তার বউ তাকে দেখে বলে টিভি তে 9 ঘণ্টা আগে তোমার পালানোর খবর প্রচার করা হয়েছে তাহলে তুমি এই 9 ঘণ্টা কোথায় ছিলা এবং কার সাথে ছিলা বলো? এর জন্য তার বউ পুলিশকে ফোন করে তাকে আবার পুলিশের হাতে তুলে দেয়।” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১০ বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে ৯ ঘন্টা পরে আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাটি সত্য নয় এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটিও সঠিক নয় বরং এটি আমেরিকার লস এঞ্জেলসে সংগঠিত একটি আন্দোলন থেকে পুলিশের হাতে গ্রেফতার একজন আন্দোলনকারীর ছবি।
১০ বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে ৯ ঘন্টা পরে আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটির সত্যতা যাচাইয়ে বাংলাদেশের 10 Secrets নামের একটি
ফেসবুক পেইজে ২০২১ সালের ২৮ আগস্ট “লোকটার জন্য কষ্ট লাগছে” শীর্ষক শিরোনামে একই ব্যানার খুঁজে পাওয়া যায়।
এই তথ্যটির সূত্র হিসেবে কমিউনিটি ভিত্তিক ওয়েবসাইট Reddit কে উল্লেখ করা হয়।
পরবর্তীতে Reddit এর ওয়েবসাইটের ComedyCemetery বিভাগে “Haha I hate my wife” শীর্ষক শিরোনামে ছবিটি স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার তথ্যটি খুঁজে পাওয়া যায়।
তবে ছবিটির প্রকৃত তথ্য অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ছবি শেয়ারিং প্লাটফর্ম Pinterest এ Rebecca Winsor নামের একটি একাউন্টে “Protests around the world – in pictures” শীর্ষক শিরোনামে ছবিটি খুঁজে পাওয়া যায়।
এখান থেকে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে অকুপাই আন্দোলন তীব্র হয়ে উঠেছে। অপরদিকে ইউরোপে তাদের প্রতিপক্ষরা কঠোরতার বিরুদ্ধে সমাবেশ করেছে এবং আরব বসন্তের প্রতিবাদ অব্যাহত রয়েছে।
এই ছবিটির সূত্র ধরে ব্রিটিশ গণমাধ্যম The Guardian এ ২০১১ সালের ১৭ নভেম্বর “Protests around the world – in pictures” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনটিতে “A demonstrator is carried off by members of the Los Angeles police department বা লস এঞ্জেলস পুলিশ বিভাগের সদস্যরা একজন প্রতিবাদকারীকে তুলে নিয়ে যাচ্ছে” শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এই প্রতিবেদনে থাকা Occupy movement এই শব্দগুচ্ছ দ্বারা কি-ওয়ার্ড অনুসন্ধান করে মার্কিন গণমাধ্যম CNN এর ওয়েবসাইটে ২০১১ সালের ১৮ নভেম্বর “Occupy roundup: Arrests, marches mark 2 months of movement” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে ২০১১ সালের সেপ্টেম্বর Occupy Movement শুরু হয়। সম্পদের অসম বন্টনের বিরুদ্ধে শুরু হওয়া এ আন্দোলন পরবর্তীতে বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এই আন্দোলন দুই মাস পূর্ণ করে। এই দুই মাস পূর্তির দিনে দুইটি ঘটনায় ৫০ জন প্রতিবাদকারীকে গ্রেফতার করে লস এঞ্জেলস পুলিশ।
অর্থাৎ, ১০ বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে ৯ ঘন্টা পরে আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি ২০১১ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে সংঘটিত একটি আন্দোলন থেকে গ্রেফতারকৃত কোনো প্রতিবাদকারীর ছবি। যার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটির কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া ১০ বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে ৯ ঘন্টা পরে আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার কোনো ঘটনার অস্তিত্ব ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়নি।
মূলত, ২০১১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে Occupy Movement নামে একটি আন্দোলন শুরু হয়। সম্পদের অসম বন্টনের বিরুদ্ধে শুরু হওয়া এ আন্দোলন পরবর্তীতে সারা বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের দুই মাস পূর্তিতে আমেরিকার লস এঞ্জেলসে সংঘটিত প্রতিবাদ সমাবেশ থেকে ৫০ জন প্রতিবাদকারীকে গ্রেফতার করে লস এঞ্জেলস পুলিশ। তাদের কারো একজনের ছবি কমিউনিটি ভিত্তিক ওয়েবসাইট reddit এর সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১০ বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে ৯ ঘন্টা পরে আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে৷
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১০ বছর পর জেল থেকে পালিয়ে বাড়িতে ৯ ঘন্টা পরে আসায় স্ত্রী কর্তৃক স্বামীকে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবিতে প্রচারিত ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Pinterest_ Rebecca Winsor: Protests around the world – in pictures
The Guardian: Protests around the world – in pictures
CNN: Occupy roundup: Arrests, marches mark 2 months of movement