যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, ‘সতর্কীকরণ পোস্টঃ এই ডাক্তারি পরামর্শটির বাস্তব উদাহরণ আমি নিজে!!! গত মার্চের ৬ তারিখের গভীর রাতে আমার ঘুম ভেঙ্গে গিয়েছিল! দ্রুত ওঠে বাথরুমে পেসাব করে বোতলে পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। তার দুইদিন পর সিমটম শুরু হলে নিউরোসাইন্স হাসপাতালে যাই। যথারীতি সিটিস্ক্যান! ধরা পড়ে মাইনর স্ট্রোক!’ শীর্ষক দাবিতে একটি কথিত ডাক্তারি পরামর্শ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ,এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
‘হঠাৎ ঘুম থেকে উঠে হাঁটা শুরু করলে কি হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হতে পারে’ শীর্ষক দাবিটি সত্য নয় এবং এ সংক্রান্ত কথিত ডাক্তারি পরামর্শ দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটিও ভুয়া। মূলত কোনো প্রকার বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ ব্যতীত উল্লিখিত তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
বিশেষজ্ঞগণ কী বলছেন
আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট এর এক প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন স্কুল অফ মেডিসিনের পালমোনারি, ক্রিটিক্যাল কেয়ার এবং স্লিপ মেডিসিন এর সহযোগী অধ্যাপক ডাঃ সিনা গারিব বলেছেন, দাবিটির সত্যতার কোনও প্রমাণ তিনি কখনও পাননি।
পাশাপাশি, ব্রিস্টল ইউরোলজিক্যাল ইনস্টিটিউটের ইউরোলজিক্যাল সার্জন এবং অধ্যাপক ডাঃ হাশিম হাশিম বলেন, যদি কেউ বাথরুম ব্যবহার করার জন্য দ্রুত বিছানা থেকে উঠে যায়, তবে “পোস্টুরাল হাইপোটেনশন” নামক একটি কারণে তাদের রক্তচাপ কমে অজ্ঞান হয়ে যেতে পারে। যদি অজ্ঞান হয়ে পড়লে তাদের মাথায় শক্ত কিছুতে আঘাত পেলে সে কারণে মারা যেতে পারে। কিন্তু অন্য কিছুতে আঘাত না পেয়েও শুধুমাত্র দ্রুত বিছানা থেকে উঠে যাওয়ায় মৃত্যু হয়েছে এমন কোনও প্রমাণ পাননি।
বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ডাক্তার তাসনিম জারার বরাতে আলোচ্য দাবিটি প্রকাশ করা হলে তিনি জানিয়েছেন, “পোস্টুরাল হাইপোটেনশন রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বসা থেকে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকি কিন্তু আলোচিত দাবিটি সাধারণ মানুষদের ক্ষেত্রে সত্য নয় (আর্কাইভ)।
এছাড়াও, দেশীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট-ওয়াচ এর এক প্রতিবেদন থেকে জানা যায়; শেফিল্ড ইউনিভার্সিটি তে পি.এইচ.ডি’রত ডাক্তার মারুফুর রহমান অপু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ঘুম থেকে উঠে বাথরুমে যাবার জন্য দ্রুত দাড়ালে স্ট্রোক হয় এমন কোন প্রমাণ নেই (আর্কাইভ)।
হঠাৎ ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গেলে অন্য কোনও সমস্যা হতে পারে কি ?
আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট এর প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন স্কুল অফ মেডিসিনের পালমোনারি, ক্রিটিক্যাল কেয়ার এবং স্লিপ মেডিসিন এর সহযোগী অধ্যাপক ডাঃ সিনা গারিব বলেছেন, ” বয়স্কদের ক্ষেত্রে ( সাধারণত রক্তচাপের ওষুধ ব্যবহার করলে, কেননা এর ফলে ডিহাইড্রেশন হয়) এবং হঠাৎ অলস বসা থেকে সোজা অবস্থানে উঠলে রক্তচাপ কমে যেতে পারে। এছাড়াও “মস্তিষ্কে নিম্ন রক্তচাপ, মাথা ঘোরা এমনকি অন্ধকারাচ্ছন্ন ভাব লাগতে পারে তবে এতে মৃত্যু ঘটবে না।”
এটি “অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন” নামে পরিচিত এবং এই ধরনের ক্ষেত্রে লোকেরা কীভাবে বিছানা থেকে উঠবে সে সম্পর্কে সতর্ক হওয়া উচিত। “প্রাথমিকভাবে বসা তারপর ওঠা গুরুত্বপূর্ণ হতে পারে।
রাতে মৃত্যু ঘটতে পারে অনেক কয়েকটি কারণে, মাদকের অতিরিক্ত মাত্রার কারণে মৃত্যু ঘটতে পারে। সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি “হঠাৎ কার্ডিয়াক মৃত্যু” হিসাবে পরিচিত। এটি প্রায়ই একটি অন্তর্নিহিত করোনারি হৃদরোগের কারণে হয় যা সাধারণভাবে সনাক্ত করা হয় না। এমন কিছু প্রমাণও রয়েছে যে চিকিত্সা না করায় অস্বাভাবিক হৃদযন্ত্রের ছন্দের কারণে স্লিপ অ্যাপনিয়ায় হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে।
পাশাপাশি, ব্রিস্টল ইউরোলজিক্যাল ইনস্টিটিউটের ইউরোলজিক্যাল সার্জন এবং অধ্যাপক ডাঃ হাশিম হাশিম বলেন, মিকচারেশন সিনকোপ নামে একটি অবস্থা রয়েছে। যদি কেউ বাথরুম ব্যবহার করার জন্য দ্রুত বিছানা থেকে উঠে যায়, তবে “পোস্টুরাল হাইপোটেনশন” নামক একটি কারণে তাদের রক্তচাপ কমে যেতে পারে। হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে এবং, যদি তারা অজ্ঞান হয়ে পড়ে এবং পড়ে যাওয়ার কারণে তাদের মাথায় শক্ত কিছুতে আঘাত আঘাত পেতে পারে এবং তার কারণে মারা যেতে পারে।
সুতরাং, অনুসন্ধানে হঠাৎ ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়লে ব্রেইনে সঠিকভাবে অক্সিজেন না পৌঁছানোর ফলে হার্ট এ্যাটাক হওয়া কিংবা হার্ট অ্যাটাকে মৃত্যু হওয়ার কোনও সত্যতা পাওয়া যায়না। তবে, একটি নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে সাধারণত রক্তচাপের ওষুধ ব্যবহার করলে, ডিহাইড্রেশন এর ফলে; হঠাৎ অলস বসা থেকে সোজা অবস্থানে উঠলে রক্তচাপ কমে যেতে পারে। এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। এছাড়াও এসকল ক্ষেত্রে মস্তিষ্কে নিম্ন রক্তচাপ, মাথা ঘোরার উদাহরণ পাওয়া যায়। কিন্তু আগে থেকে কোনও নির্দিষ্ট কিছু রগে আক্রান্ত না থাকলে, হঠাৎ ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়লে অক্সিজেনের অভাবে হার্ট অ্যাটাক হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়না। এছাড়াও এতে মৃত্যু ঘটবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞগণ।
উল্লেখ্য, গত জুলাই মাসে একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।