সম্প্রতি, “আসসালামু ওয়ালাইকুম বাবা হারা শিশুটির চিকিৎসার জন্য 5/6 লক্ষ টাকার প্রয়োজন।কেও একটু সাহায্য করবেন?হয়তো তার বাবা বেচে থাকলে এই ভাবে কারোর কাছ থেকে সাহায্য নেওয়ার দরকার পরতো না।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে,এখানে এবং এখানে ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো অ্যালভিনা ফাতিমা খান নামের ভারতীয় এক শিশুর ছবি।
মূলত, ছবিগুলো ভারতের আজহার এবং উমরাজ ফাতিমা দম্পতির ৬ বছর বয়সী কণ্যা শিশু অ্যালভিনা ফাতিমা খানের। সে হেমোফ্যাগোসাইটিক লিম্ফো-হিস্টিওসাইটোসিসের (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়ে বেঙ্গালোরের “Rainbow Children Hospital” হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। ফান্ডরাইজিং ঐ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায় শিশুটির চিকিৎসার জন্য প্রায় ২০-২৫ লাখ রুপি প্রয়োজন ছিল এবং তার চিকিৎসার জন্য ফান্ডরাইজিং কার্যক্রম ২০২১ সালের ২৯ ডিসেম্বরেই শেষ হয়েছে।
তবে, সাম্প্রতিক সময়ে তহমিনা নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত বিকাশ, নগদ ও রকেট নাম্বারে (01701379165) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
বিষয়টি পূর্বেও মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু অ্যালভিনাকে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু তহমিনা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।