সম্প্রতি, “ছোট্ট #তহমিনা কে বাচাতে এগিয়ে আসুন। টাকা দিয়ে সাহায্য করতে না পারলে শেয়ার করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেন যেন বিত্তবান দের নজরে আসে।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো অ্যালভিনা ফাতিমা খান নামের ভারতীয় এক শিশুর ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, “A Ventilator Is Keeping My Daughter Alive, But Not For Long. Help Save Her!” শীর্ষক শিরোনামে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে প্রকাশিত মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, ‘Ketto’ এর অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটার একাউন্টে শিশুটির জন্য ফান্ডরাইজিং নিয়ে ২০২১ সালের ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বরে প্রকাশিত পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
“Allah, my 6-yo daughter’s life is hanging by a thread! She is suffering from a deadly disease and is fighting for her life in the PICU. She needs continued treatment to survive and get better, but I cannot afford it.”
Please help: https://t.co/m4AyAy1QIS pic.twitter.com/Ah1jK28Noq
— Ketto (@ketto) December 1, 2021
মূলত, ছবিগুলো ভারতের আজহার এবং উমরাজ ফাতিমা দম্পতির ৬ বছর বয়সী কণ্যা শিশু অ্যালভিনা ফাতিমা খানের। সে হেমোফ্যাগোসাইটিক লিম্ফো-হিস্টিওসাইটোসিসের (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়ে বেঙ্গালোরের “Rainbow Children Hospital” হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। ফান্ডরাইজিং ঐ ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায় শিশুটির চিকিৎসার জন্য প্রায় ২০-২৫ লাখ রুপি প্রয়োজন ছিল এবং তার চিকিৎসার জন্য ফান্ডরাইজিং কার্যক্রম ২০২১ সালের ২৯ ডিসেম্বরেই শেষ হয়েছে।
অন্যদিকে, তহমিনা নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত বিকাশ, নগদ ও রকেট নাম্বারে (01703241555) একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু অ্যালভিনাকে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু তহমিনা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ছোট্ট #তহমিনা কে বাচাতে এগিয়ে আসুন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]