আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু আশুকে বাংলাদেশি শিশু দাবিতে প্রচার

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “ছোট্ট #আয়েশাআক্তারআলভিয়া কে বাচাতে এগিয়ে আসুন।ব্রাহ্মণবাড়িয়া আল খলিল হসপিটালে আয়েশাকে নেওয়া হয় , ডক্টর পরিক্ষা নিরিক্ষা করে জানায় আয়েশার ফুসফুস ছিদ্র ও কিডনি তে সমস্যা।বর্তমানে আয়েশা ভর্তি আছে কিশোরগঞ্জ জেলার#জহুরুলইসলামমেডিকেলকলেজহাসপাতাল এ।” শীর্ষক শিরোনামে এক শিশুর কয়েকটি ছবি সংযুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আশু

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় আয়েশা আক্তার আলভিয়া নামে প্রচারিত ছবির শিশুটি বাংলাদেশের নয় বরং ছবিগুলো আশু সাইনী নামের ভারতের এক শিশুর। মূলত, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু আশু সাইনীকে বাংলাদেশের রোগাক্রান্ত শিশু আয়েশা আক্তার আলভিয়া নামে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ভারতের শিশুকে বাংলাদেশের শিশু বলে আর্থিক সহায়তার নামে প্রতারণা

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img